রাজনাথে 'অনীহা', পঞ্চায়েত ভোটের প্রচারে আদিত্যনাথকে চাইছে রাজ্য বিজেপি
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। ২১ জানুয়ারি কল্যাণীতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাজ্যে ভোট প্রচারেও তাঁকে চাইছে বিজেপি। তবে, ভোট প্রচারে রাজনাথ সিংহকে চাইছে না রাজ্য বিজেপি নেতৃত্ব। দিল্লিতে তারা যে ১০ জন তারকা প্রচারকের তালিকা পাঠাচ্ছে, তাতে নাম নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বঙ্গে পদ্ম ফোটাতে এহেন যোগী আদিত্যনাথকেই আসরে নামাতে চলেছে বিজেপি! বিজেপি সূত্রের খবর, তাদের প্রথম টার্গেট - উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। তারপর - পঞ্চায়েত নির্বাচন। দু’ক্ষেত্রেই হাতিয়ার যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর, আরএসএস ঘনিষ্ঠ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, আগামী বছরের ২১ জানুয়ারি নদিয়ার কল্যাণীতে আসছেন যোগী আদিত্যনাথ। সেই কর্মসূচির সঙ্গে বিজেপির সরাসরি কোনও যোগ না থাকলেও, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের কথা মাথায় রেখে যোগীকে এরাজ্যে ভোট প্রচারে আনার কথা ভেবেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই, যোগীকে পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে আনার ভাবনাচিন্তা চলছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, লাভ তো হবেই, যোগীকে নিয়ে রাজ্যের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের কাঁধে ভর করেই উত্তরপ্রদেশের মসনদে বসেছে বিজেপি। কয়েকদিন আগে অযোধ্যা, বারাণসী-সহ উত্তরপ্রদেশের ১৬টি পুরসভার মধ্যে ১৪টিতেই জিতেছেন বিজেপির মেয়র পদপ্রার্থীরা। গুজরাতেও সেই যোগীই মোদির পর বিজেপির স্টার প্রচারক। এই প্রেক্ষাপটেই বঙ্গে বিজেপির হিন্দুত্বের তাস হতে পারেন যোগী। পঞ্চায়েত ভোটের প্রচারে তাঁকে আনতে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি। তবে, আদিত্যনাথকে চাইলেও, রাজনাথ সিংহকে চাইছে না রাজ্য বিজেপি। সূত্রের খবর, দিল্লিতে তারা যে ১০জন তারকা প্রচারকের তালিকা পাঠাচ্ছে, তাতে নাম নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সূত্রের খবর, উলুবেড়িয়া, সবং, নোয়াপাড়া উপনির্বাচনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য বিজেপি যে ১০ জন তারকা প্রচারকের নাম পাঠাচ্ছে, সেই তালিকায় রাজনাথ সিংহের নাম নেই। তালিকায় নাম আছে স্মৃতি ইরানি, মুক্তার আব্বাস নকভি, শাহনওয়াজ হুসেনের মতো নেতা-মন্ত্রীর। অতীতে বিভিন্ন সময়ে রাজ্যে ভোটপ্রচারে এসেছেন রাজনাথ সিংহ। কিন্তু এবার কেন প্রচার তালিকায় তাঁর নাম রাখল না রাজ্য বিজেপি নেতৃত্ব? রাজ্য বিজেপি নেতৃত্বের ক্ষমতাশালী শিবিরের একটি অংশের মতে, অতীতে রাজনাথকে রাজ্যে এনে কোনও লাভই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও আক্রমণও শোনা যায়নি তাঁর গলায়। এমনকী ২০১৫-তে যখন সারদা ইস্যুকে হাতিয়ার করে প্রবল আক্রমণে নেমেছে বিজেপি, সেই সময়েও কলকাতায় এসে রাজনাথের মুখে সারদা কেলেঙ্কারি নিয়ে কোনও শব্দ শোনা যায়নি! উল্টে মা সারদার কথা বলেছিলেন তিনি। পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিংহের সুসম্পর্ক দীর্ঘদিনের। দিল্লি গেলে রাজনাথের সঙ্গে সাক্ষাতও করেন তৃণমূল নেত্রী। সম্ভবত সেই সুসম্পর্কের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বঙ্গে প্রচারে আনতে চাইছে না রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি সূত্রে দাবি, মমতার সঙ্গে সখ্য নিয়ে কয়েকদিন আগে ঘুরিয়ে রাজনাথের নামে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশও করা হয়েছে। বুধবার রাতে রাজনাথ যখন কলকাতা বিমানবন্দরে নামেন, সেখানে রাজ্য বিজেপির প্রভাবশালী নেতৃত্বের কাউকেই সেভাবে চোখে পড়েনি। আর এবার প্রচার তালিকা থেকেও তাঁর নাম ব্রাত্য রইল। আদিত্যানাথ ও রাজনাথ প্রসঙ্গে বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল। যেমন বঙ্গে যোগীকে প্রচারে নামানোর বিজেপির এই কৌশলকে সাম্প্রদায়িক রাজনীতি হিসেবে দেখছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে। পোস্টার বয় পোস্টারেই থেকে যাবে। আবার রাজনাথ নিয়ে অনীহার জন্যও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলেন, এখন তো আডবাণীরও নাম শোনা যাচ্ছে না। রাজনৈতিক সৌজন্যতা হারিয়ে গিয়েছে।