এক্সপ্লোর
Advertisement
সাংসদ ভাইপোর উদ্যোগেই সঙ্কট কাটল দেবের জ্যাঠার, সাহায্যের আশ্বাস শাসক শিবিরের
কলকাতা: সাংসদ ভাইপোর উদ্যোগেই সঙ্কট কাটল দেবের জ্যাঠার। সবরকম সহযোগিতার আশ্বাস মিলল শাসকদলের তরফে। এর আগে দেবের জ্যাঠা কেশপুরের সিপিএম জোনাল কমিটির সদস্য শক্তিপদ অধিকারী অভিযোগ করেন, সিপিএম করার অপরাধে তাঁর চাষ বন্ধ করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার দেবের সঙ্গে কথা বলেন তাঁর জ্যাঠার ছেলে সুজিত অধিকারী। গোটা ঘটনা শোনার পর দেবের তরফে যোগাযোগ করা হয় কেশপুরের তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় পানের সঙ্গে। এরপরেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দেবের জ্যাঠাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
প্রসঙ্গত, দেবের জ্যাঠা সিপিএম করেন। কেশপুরের মহিষদার বাসিন্দা শক্তিপদ অধিকারীর অভিযোগ, শাসক দলের ফতোয়ায় এ মরসুমে তাঁর চাষ করা বন্ধ হয়ে যায়। তৃণমূলের স্থানীয় নেতারা তাঁকে যে ছয় বিঘা জমিতে চাষ না-করার হুঁশিয়ারি দিয়েছেন, তার মধ্যে তিন বিঘা আবার দেবের বাবা গুরুপদ অধিকারীর। সেই জমি অবশ্য চাষ করেন শক্তিপদবাবুই।
সিপিএমের কেশপুর জোনাল কমিটির সদস্য, জেলা পরিষদের প্রাক্তন সদস্য শক্তিপদবাবু জানিয়েছিলেন আশপাশের প্রায় সব জমিতে বীজতলা ফেলা শুরু হয়ে গেলেও তাঁর জমি ফাঁকা পড়ে রয়েছে। তৃণমূলের স্থানীয় নেতারা একটা তালিকা করেছে। সেখানে তাঁর নামও আছে। যারা মাঠে কাজ করে, তাদের বলা হয়েছে, তালিকায় নাম থাকা লোকজনের জমিতে চাষ করা যাবে না। তাই আর বীজতলা তৈরি করেননি তাঁরা।
এদিকে এই ঘটনা সামনে আসার পরই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা এই ঘটনায় কী ব্যবস্থা গ্রহণ করবে? এব্যাপারে তৃণমূলের মহাসচিব জানান জেঠুর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে সাংসদ ভাইপো দেবকেই। দেব যেহেতু স্থানীয় সাংসদ, তাই তাঁকেই এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে, মন্তব্য পার্থর। তারপরই আজ জ্যাঠার সঙ্কট কাটল ভাইপোর উদ্যোগেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
কলকাতা
Advertisement