এক্সপ্লোর
ষাটোর্ধ্ব বৃদ্ধাকে 'গণধর্ষণে'র পর খুন, মুখ থেঁতলে দেওয়া হয় ইঁট দিয়ে
![ষাটোর্ধ্ব বৃদ্ধাকে 'গণধর্ষণে'র পর খুন, মুখ থেঁতলে দেওয়া হয় ইঁট দিয়ে old woman allegedly gangraped and murdered at sonarpur ষাটোর্ধ্ব বৃদ্ধাকে 'গণধর্ষণে'র পর খুন, মুখ থেঁতলে দেওয়া হয় ইঁট দিয়ে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/17112635/s24-sonarpur-rape-and-murder.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দক্ষিণ ২৪ পরগনা: ইট দিয়ে থ্যাঁতলানো মুখ! শরীরে একাধিক আঘাতের চিহ্ন! মৃতদেহের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে খালি মদের বোতল, গ্লাস!
বুধবার সকালে বাঁশবাগানের মধ্যে এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন সোনারপুরের চাকবেড়িয়ায় বাসিন্দারা! কাছে গিয়ে তারা দেখতে পান, মৃতদেহটি এলাকারই এক বৃদ্ধার। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই বছর পঁয়ষট্টির ওই মহিলার বাড়ি। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
যদিও বারুইপুর জেলা পুলিশ সূত্রে দাবি, বৃদ্ধার পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল না। যৌন নির্যাতনেরও কোনও প্রমাণ মেলেনি। এলাকাবাসীর দাবি, সন্ধে হলেই এই বাঁশবাগানে দুষ্কৃতীরা জড়ো হয়।
মহিলার মাথা, হাত, পেট ও গলায় কালশিটে দাগ রয়েছে। তদন্তকারীদের অনুমান, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট, বাঁশবাগানেরই অন্য কোথাও
খুন করে এখানে দেহ ফেলে গিয়েছে দুষ্কৃতীরা! যদিও খুনের কারণ নিয়ে ধন্দে তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, বাঁশবাগানের মধ্যে জুয়ার আসর বসত। খেলতে যেতেন মৃতের ছেলে। তাঁকে প্রায়ই ডাকতে যেতেন মা। তাই জুয়ার আসরে গণ্ডগোলের জেরে এই মহিলাকে খুন করা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছেলেকেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)