এক্সপ্লোর
Advertisement
অশান্ত পঞ্চায়েত ভোট, মৃতের সংখ্যা বেড়ে ১৯, রিপোর্ট তলব কেন্দ্রের
কলকাতা: #পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে রক্তের হোলি। নয় জেলায় মৃত উনিশ। নন্দীগ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় খুন সাত। দুই ২৪ পরগনাতেই মৃত পাঁচ। দুই দিনাজপুর, কোচবিহার, মালদায় আরও সাতজনের মৃত্যু।
#ভোটের একদিনেই ৮ জেলায় মৃত ১৭। নন্দীগ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় খুন ৭। দুই ২৪ পরগনাতেই মৃত ৫। ২ দিনাজপুর, কোচবিহারে আরও ৫ জনের মৃত্যু।
# ভোটে বলির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪।
# পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
# মৃতের সংখ্যা বেড়ে ১০। নন্দীগ্রামে ২ সিপিএম কর্মীকে গুলি করে খুন।
# আরও একজন ভোটের বলি, মৃত বেড়ে ৮। মুর্শিদাবাদের নওদায় গুলিতে খুন নির্দল সমর্থক।
# বাসন্তীর চড়াবিদ্যায় বোমা-গুলি, আহত ৩।
# আরও দীর্ঘ মৃত্যু মিছিল, নদিয়ার শান্তিপুরে খুন তৃণমূল কর্মী।
# রাজারহাটের জ্যাংড়ায় বুথের বাইরে বোমা-গুলি।
# এখনও পর্যন্ত ভোটের বলি ৬।
# মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা, গুলিতে বিজেপি কর্মী খুন।
# শান্তিপুরে বুথ দখল করতে গিয়ে গণপিটুনিতে মৃত এক এমএ পড়ুয়া।
# উত্তর ২৪ পরগনার আমডাঙায় সিপিএম কর্মী খুন। কুলতলিতে তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত, অভিযোগ এসইউসি-র দিকে।
# রাজারহাটের পাথরঘাটায় ব্যালট বক্সে ঢালা হল জল, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
# কাঁথিতে দেশপ্রাণ ব্লকের ৮ নম্বর বুথে ব্যালট বক্স লুঠ।
# কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি এজেন্টকে চড় মারলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ভুল দেখেছেন, দাবি মন্ত্রীর।
#সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১২ শতাংশ।
# কোচবিহারের করলায় ভোটারদের লক্ষ্য করে বোমা।
# বাগদার ৫টি বুথে ভোট বন্ধ।
# বাগদায় বাংলাদেশের দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে বিজেপি, অভিযোগ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।
# বাগদার আমডোবা গ্রামে মাঝরাতে বুথে ঢুকে ছাপ্পা ভোটের অভিযোগ, গ্রামবাসীরা বাধা দিলে ছোঁড়ে বোমা, ৯ জনকে ধরে গণপিটুনি, আহত ৭। আটকদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার।
# বালুরঘাটের তপনে তৃণমূল কর্মী খুন।
# দেগঙ্গায় বোমাবাজি, মারধরে আহত কংগ্রেস প্রার্থী। কোচবিহারের শুক্তাবাড়িতে তৃণমূল-নির্দল সমর্থকদের সংঘর্ষ। মাঝে পড়ে আহত মহিলা ভোটার।
# কাকদ্বীপে সিপিএম কর্মীর বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীর। তৃণমূলের বিরুদ্ধে কমিশনে অভিযোগ। অভিযোগ অস্বীকার।
# ভাঙড়ের উত্তর গাজিপুরে আরাবুল ইসলামের অনুগামীর বাড়িতে হামলা। জখম ১। অভিযোগ জমি রক্ষা কমিটির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। আক্রান্ত এবিপি আনন্দ। প্রহৃত চিত্র সাংবাদিক,সাংবাদিকদের আটকে রাখার অভিযোগ।
# কোচবিহারের দিনহাটায় রাতভর গুলি-বোমার লড়াই। ১ তৃণমূলকর্মী সহ আহত ২।
মনোনয়ন জমা দেওয়া নিয়ে যে হিংসার শুরু, প্রচার শেষ হওয়ার পরেও তা চলছে। গতকালও রাজ্যের নানা জায়গা থেকে এসেছে হিংসার একের পর এক খবর। এই পরিস্থিতিতে আজ সকাল ৭টা থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছে গ্রাম বাংলা। কিন্তু ভোট কতটা নিরাপদে হতে পারবে, তা নিয়ে বিরোধী শিবির তো বটেই, গোটা রাজ্যবাসীরই যথেষ্ট সন্দেহ রয়েছে।
সব পঞ্চায়েত এলাকায় অবশ্য আজ ভোট হচ্ছে না। ৩৪ শতাংশের কাছাকাছি আসনে কোনও বিরোধী দল প্রার্থীই দিতে পারেনি। তাদের অভিযোগ, শাসক তৃণমূলের সন্ত্রাসের কারণেই মনোনয়ন জমা দিতে পারেনি তারা, বা জমা দিয়েও প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে। ওই ৩৪ শতাংশ আসনে ভোটের ফলাফল সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের উপরে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বাকি ৬৬ শতাংশ আসনে আজ ভোট নেওয়া হচ্ছে।
পঞ্চায়েতের তিনটি স্তর মিলিয়ে আজ ভোটগ্রহণ ৩৮,৫২৯টি আসনে। বিজেপি লড়ছে তার ৭৩.০৯ শতাংশে, বামেরা ৫৬.০৭ শতাংশে। আর কংগ্রেস প্রার্থী দিতে পেরেছে ২০ শতাংশের কাছাকাছি আসনে।
গ্রাম পঞ্চায়েতে মোট ৩১,৭৮৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ২২,৬৩৭টি আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি, ১৬,৬৯৯টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। কংগ্রেস লড়ছে ৫,৪৯৭টি আসনে।
পঞ্চায়েত সমিতিতে ভোট হচ্ছে ৬,১১৯টি আসনে। ৬,১১৩টি আসনেই রয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থী দিতে পেরেছে ৪,৯৫০টি আসনে, বামেরা ৪,৩৪১ আসনে ও কংগ্রেস ১,৪০৮ আসনে।
জেলা পরিষদ স্তরে যে ৬২১টি আসনে আজ ভোট হচ্ছে, সেগুলির সবক’টিতেই তৃণমূল প্রার্থীরা রয়েছেন। বিজেপি রয়েছে ৫৭৫টি আসনে। ৫৬২টি আসনে বাম প্রার্থীরা রয়েছেন। কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩৫৩টি আসনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement