PM Modi Birthday: রক্তদান শিবির থেকে নদী-পুকুর পরিষ্কার, নরেন্দ্র মোদির জন্মদিনে ঠাসা কর্মসূচি রাজ্য বিজেপির
দিলীপ ঘোষ জানালেন, আজকে বেশিরভাগ সেবামূলক কাজ করা হবে...
রঞ্জিৎ সাউ, নিউটাউন: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন। তাঁর শুভ জন্মদিন উপলক্ষে আজ থেকে আগামী ২০ দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। আজ থেকে শুরু হচ্ছে বিজেপির "সেবা ও সমর্পণ অভিযান"।
এরাজ্যেও একাধিক কর্মসূচি রেখেছে পশ্চিমবঙ্গ বিজেপি। এপ্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, আজকে বেশিরভাগ সেবামূলক কাজ করা হবে।
তিনি বলেন, কর্মসূচির তালিকায় রয়েছে রক্তদান শিবির, গরিবদেরকে কাপড় দেওয়া, বাচ্চাদেরকে পড়ার সামগ্রী দেওয়া, অনাথলয়ে যাওয়া, বয়স্কদের ফল দেওয়া, হাসপাতালে ফল দেওয়া এই ধরনের সেবামূলক কাজ হবে।
তিনি যোগ করেন, আর প্রধানমন্ত্রীর ৭১ বছর পূর্ণ হচ্ছে। সেইজন্য ৭১ তম জন্মদিনে ৭১টা জায়গায় নদী, পুকুর পরিষ্কার করা হবে। ঘাট পরিষ্কার ও সেবা স্বচ্ছতার মাধ্যমে এবং প্লাস্টিক বর্জনের জন্য লোককে আহ্বান করা হবে।
দিলীপ আরও বলেন, যে জিনিসগুলি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক এবং স্বচ্ছতা সম্বন্ধে মোদিজি প্রথম থেকেই ঝাড়ুদার হিসাবে পরিষ্কার করার চেষ্টা করেছেন সেগুলোকে তুলে ধরা হবে।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, মোদিজির জীবনী তাঁর মিশনের ওপরে একটা প্রদর্শনী আছে। জেলায় জেলায় প্রদর্শনী হবে, যা ২০ দিন ধরে চলবে।
দিলীপ বলেন, ৭ তারিখ প্রশাসক হিসাবে কুড়ি বছর পূর্ণ হচ্ছে মোদিজির। ২০০১ সালে ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তারপর প্রধানমন্ত্রী। ১৩ বছর মুখ্যমন্ত্রী এবং ৭ বছর প্রধানমন্ত্রী মোট কুড়ি বছর পূর্ণ হচ্ছে। ইতিহাসে কোনও নেতা এতো সাফল্য পাননি।
বিজেপি রাজ্য সভাপতি জানান, গরিব কল্যাণ অন্ন যোজনায় ৮০ কোটি লোককে ফ্রী রেশন দেওয়া হচ্ছে একবছর ধরে। বিভিন্ন রেশন দোকানে গিয়ে মোদিজির ছবি সহ ব্যাগও বিতরণ করা হবে। তার মাধ্যমে মানুষ রেশন গ্রহণ করবে এরকম প্রচার করার চেষ্টা করা হবে।