এক্সপ্লোর
অসমে ফের রেল অবরোধ, আটকে কয়েকটি দূরপাল্লার ট্রেন

শিলিগুড়ি: ফের অসমে আদিবাসী সংগঠনের ডাকে রেল অবরোধ। বাতিল বেশ কয়েকটি ট্রেন। দূর পাল্লার আরও কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে। আদিবাসীদের জনজাতির মর্যাদা দেওয়া, উচ্ছেদ হওয়া আদিবাসীদের পুনর্বাসন-সহ বিভিন্ন দাবিতে আজ সকাল ৬টা থেকে কোকরাঝাড় স্টেশনে ১২ ঘণ্টার রেল অবরোধ শুরু করে আদিবাসী সিজ ফায়ার সংগঠন ও বীরসা কম্যান্ডো ফোর্সের যৌথ মঞ্চ। এর জেরে বাতিল হয়েছে আলিপুরদুয়ার-কামাখ্যা ইন্টারসিটি, আলিপুরদুয়ার-লামডিং ইন্টারসিটি, ধুবড়ি-কামাখ্যা প্যাসেঞ্জার ও আলিপুরদুয়ার-গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে কামরূপ এক্সপ্রেস, দুটি রাজধানী এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেস, গুয়াহাটি ত্রিবান্দ্রাম এক্সপ্রেস, ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস, গুয়াহাটি-নিউ দিল্লি সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















