এক্সপ্লোর
Advertisement
Republic Day 2021 celebration: উল্টো জাতীয় পতাকা তুলে বিতর্কে দিলীপ, নিজেই নামিয়ে ঠিক করে লাগালেন, এরা কীভাবে সরকারে আসবে! কটাক্ষ অনুব্রতর
প্রজাতন্ত্র দিবসের সকালে রামপুরহাটে দলের পার্টি অফিসে যান দিলীপ ঘোষ। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। কিন্তু জাতীয় পতাকা উড়তেই দেখা যায় সেটি উল্টো করে লাগানো। বিড়ম্বনার মুখে বিজেপি রাজ্য সভাপতি নিজেই জাতীয় পতাকা নামিয়ে আনেন। তারপর সোজা করে পতাকা লাগিয়ে ফের তা উত্তোলন করেন।
বীরভূম: অতীতে একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন, এবার নতুন বিতর্কে নাম জড়াল দিলীপ ঘোষের। বীরভূমের রামপুরহাটে বিজেপির পার্টি অফিসে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করেন খোদ বিজেপির রাজ্য সভাপতিই। যদিও বিষয়টি নজরে পড়তেই পতাকা নামিয়ে তা ঠিক করে আবার তোলেন তিনি। ভোটমুখী বাংলায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, যা অস্বস্তিতে ফেলে দিয়েছে তাঁকে।
প্রজাতন্ত্র দিবসের সকালে রামপুরহাটে দলের পার্টি অফিসে যান দিলীপ ঘোষ। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। কিন্তু জাতীয় পতাকা উড়তেই দেখা যায় সেটি উল্টো করে লাগানো। বিড়ম্বনার মুখে বিজেপি রাজ্য সভাপতি নিজেই জাতীয় পতাকা নামিয়ে আনেন। তারপর সোজা করে পতাকা লাগিয়ে ফের তা উত্তোলন করেন। পরে অবশ্য বিষয়টিতে বেশি গুরুত্ব না দিয়ে তিনি বলেন, পতাকাটা হুকে আটকে গিয়েছিল, যে পতাকা বেধেছিল উল্টোদিকে বেধেছিল, আমি আবার ঠিক করে লাগালাম। এ নিয়ে বিতর্কের কিছু নেই। যদিও এ নিয়ে তাঁকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করতে চাননি বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যারা জাতীয় পতাকা ঠিকমতো তুলতে পারে না, তারা কীভাবে সরকারে আসবে বলে প্রশ্ন তোলেন অনুব্রত। জাতীয় পতাকা উত্তোলন ঘিরে এই ধরনের বিতর্ক অবশ্য নতুন নয়। তবে বিধানসভা ভোটের মুখে রামপুরহাটের ঘটনাটি নিয়ে হইচই শুরু হয়েছে।
হরদম বিজেপি রাজ্য সভাপতি শাসক দল, তার সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের নিশানা করে থাকেন। সাম্প্রতিক জয় শ্রীরাম স্লোগান নিয়ে রাজ্য-রাজনীতিতে যখন জোর আলোড়ন চলছে, তখনও তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। গত শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দর্শকাসন থেকে আচমকা জয় শ্রীরাম ধ্বনি ওঠায় তাঁকে ডেকে এনে অপমান করা হচ্ছে বলে সওয়াল করে প্রতিবাদে ভাষণ দেননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এটা সরকারি অনুষ্ঠান, রাজনৈতিক সভা নয়। কিন্তু পাল্টা বিজেপি প্রশ্ন তুলেছে, রামের নামে কীসের আপত্তি! এ প্রসঙ্গে আজ তারাপীঠে পুজো দিয়ে দিলীপ জানিয়ে দেন, এবার সব জায়গাতেই জয় শ্রীরাম বলব। যদিও তিনি মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement