এক্সপ্লোর
মোদী-অমিত শাহকে গ্রেফতার করতে হবে, ধরতে হবে বাবুল-সুজনকেও: মমতা
![মোদী-অমিত শাহকে গ্রেফতার করতে হবে, ধরতে হবে বাবুল-সুজনকেও: মমতা Rosevalley Mamatas Reaction On Sudips Arrest মোদী-অমিত শাহকে গ্রেফতার করতে হবে, ধরতে হবে বাবুল-সুজনকেও: মমতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/03154112/etx-mamata-on-cpm-chitfund-sot-030116.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের হাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নরেন্দ্র মোদী-অমিত শাহকে গ্রেফতার করতে হবে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সিপিএম নেতা সুজন চক্রবর্তীকেও ধরতে হবে।
মমতার দাবি, সুদীপকে গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে সিবিআই-কে চাপ দেওয়া হয়েছে।
মমতা বলেছেন,‘সুদীপদাকে গ্রেফতার করা হবে, ভাবতে পারিনি। গায়ের জোরে যা ইচ্ছে, তাই করছেন মোদী। আদানিরা ভুরি ভুরি কেলেঙ্কারি করছে। তাও তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে’।
মমতার দাবি, মোদী ও অমিত শাহদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। মমতার প্রশ্ন, তাহলে কেন তাঁদেরও গ্রেফতার করা হবে না?
তিনি বলেন, বেআইনি লগ্নিসংস্থা তৈরি হয়েছিল বাম আমলে। তৃণমূল বেআইনি লগ্নিসংস্থা তৈরি করেনি। কেন ১৯৮০ সাল থেকে তদন্ত হবে না? কেন সিপিএম নেতাদের ধরা হবে না?
মুখ্যমন্ত্রীর অভিযোগ, নোটবন্দীর মতো তৃণমূলকে বন্দী করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, মোদী সবাইকে ভয় দেখিয়ে রেখেছেন। প্রতিবাদ করলেই সিবিআই, ইডি, আয়কর দপ্তরকে লাগিয়ে দিচ্ছে। আপনার কত সিবিআই আছে? আমাদের সবাইকে গ্রেফতার করুন। জঙ্গলমহলের জনসভায় প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা।
এদিকে, সুদীপের গ্রেফতারির পর তৃণমূল সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা। জরুরী ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)