হুগলি: প্রথম শ্রেণির ছাত্রীর ওপর ‘যৌন নির্যাতন’, গ্রেফতার স্কুলশিক্ষক

হুগলি: দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে কলকাতার দুটি স্কুলে আন্দোলন চালাচ্ছেন অভিভাবকরা। একই ছবি জেলাতেও! এবার ঘটনাস্থল হুগলির বাঁশবেড়িয়া। অভিভাবকদের একাংশের দাবি, কয়েকদিন ধরে প্রথম শ্রেণির ছাত্রীর ওপর এক শিক্ষক যৌন নির্যাতন চালাচ্ছিলেন। এর পুনরাবৃত্তি হয় সোমবার শারীরশিক্ষার ক্লাসেও। বিষয়টি জানাজানি হতেই এদিন সকালে স্কুলে চলে আসেন অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। যদিও ওই শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। একই ধরনের ঘটনার সাক্ষী হয়েছে নদিয়ার হাঁসখালি। তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সোমবার এক শিক্ষক-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।






















