জঙ্গলমহলে অব্যাহত বাঘের ‘লুকোচুরি’, চলছে তল্লাশি
ঝাড়গ্রাম: জঙ্গলমহলে বাঘ-বন্দির খেলা চলছে প্রায় এক মাস ধরে! কিন্তু এখনও তাকে ধরা যায়নি!!! তেসরা মার্চ থেকে শুরু হওয়া অভিযান এখনও চলছে! কিন্তু তার মধ্যে কখনও সে মধুপুরে..কখনও ধেরুয়ায়। তারপর পশ্চিম মেদিনীপুরের মুরাকাটা, গোয়ালতোড়-- সেখান থেকে বাঁকুড়ার সারেঙ্গা। এর তিন সপ্তাহ পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরের বাঘঘড়ায় অল্পের জন্য হাতছাড়া হয় সে। শনিবার তাকে দেখা যায় ঝাড়গ্রামের রাঙামাটিতে। বাঘের পায়ের ছাপ অনুসরণ করে রবিবারও ভোর থেকে তল্লাশি চলে। বন দফতরের অনুমান, এখন ঝিটকা কিম্বা মধুপুর জঙ্গলের মধ্যেই সম্ভবত রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু তাকে খুঁজে পেতে বাধা হয়ে দাঁড়াচ্ছে জঙ্গলমহলের পরিবেশ!!বন দফতরের আধিকারিকদের বক্তব্য জঙ্গলমহলের এই ধরনের ভৌগলিক পরিবেশ খুব ঘন। বসন্তে নতুন পাতায় আরও গভীর হয়েছে জঙ্গল। বাঘ খোঁজার জন্য দেশজুড়ে বিশেষজ্ঞর খোঁজ করা হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, জঙ্গলমহলের মতো পরিবেশ রয়েছে একমাত্র পালামৌয়ের জঙ্গলে। কিন্তু সেখানে কখনও বাঘের অস্তিত্বের প্রমাণ মেলেনি। ফলে এই পরিস্থিতি বিশেষজ্ঞদের কাছেও সম্পূর্ণ নতুন। বাধ্য হয়ে তাই প্রচলিত পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে বন দফতরকে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশ মেনে, মধুপুরের জঙ্গলে ২টি খাঁচা পাতা আছে। আর ঘুমপাড়ানি গুলিতে কাবু করার জন্য জঙ্গল চষে ফেলছেন সুন্দরবনের বিশেষজ্ঞরা। কিন্তু তাতেও ধরা পড়ছে না সে!!! নেকড়ে, হায়না, বুনো শুয়োরের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা জঙ্গলমহলের ঘুম উড়েছে বাঘের আতঙ্কে!!!!