Municipal Election:১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট, রাজ্যের প্রস্তাবে সম্মতি কমিশনের, হাইকোর্টে মামলার প্রস্তুতি বিজেপির
Kolkata, Howrah Municipal Election: রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট আয়োজনের ব্যাপারে সম্মতিপত্র পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরে। প্রস্তাবে আগেই আপত্তি জানিয়েছিল বিজেপি।
কলকাতা: পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে কমিশন সম্মতি দিয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট আয়োজনের ব্যাপারে সম্মতিপত্র পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরে।১২ নভেম্বর পুরভোট নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। এ ব্যাপারে কলকাতা ও হাওড়ার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে কমিশন।
কিন্তু রাজ্যের প্রস্তাবে আগেই আপত্তি জানিয়েছিল বিজেপি। তারা চায়,ডিসেম্বরে নয়, ফেব্রুয়ারিতে গোটা রাজ্যে একসঙ্গে পুরভোট হোক। ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট চায় বিজেপি । এখন কমিশন রাজ্যের প্রস্তাবে কমিশন রাজি হওয়ায় হাইকোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
শুধু কলকাতা আর হাওড়া নয়।রাজ্যের সব পুরসভায় বকেয়া ভোট একসঙ্গে করাতে হবে।এই দাবিতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধীরা। রাজ্যের সব পুরসভায় অবিলম্বে ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলাও।
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভায় ভোট করাতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকার। ওই চিঠিতে দুটি পুরসভার ভোট গণনার জন্য ২২ ডিসেম্বর দিনটি ধার্য করেছে নবান্ন। রাজ্যের সেই প্রস্তাবে কমিশন সম্মতি দিয়েছে বলে জানা গেছে।
কিন্তু, বিরোধীদের দাবি, শুধু কলকাতা এবং হাওড়া নয়, সব পুরসভার ভোট একসঙ্গে করাক রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, শুধু কলকাতা ও হাওড়ায় পুরভোট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা আজ কমিশনে বলেছি, কোনও রাজ্য সরকারেরই এই অধিকার নেই বেছে বেছে ভোট করানোর। প্রতিটি পুরসভা ও পুরনিগমে একসঙ্গে ভোট চাই। তেমন হলে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করবে বিজেপি। যদি সম্ভব না হয়, তাহলে সব পুরসভা ও পুরনিগমের ভোটগণনা একসঙ্গে করাতে হবে।
সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, আমরা তো কবে থেকেই দাবি করছি। দুটো কেন, সব পুরসভাতেই ভোট করাতে হবে। এবং মানুষ যাতে ভোট দিতে পারে তা সুনিশ্চিত করতে হবে।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ভোট রাজ্য সরকার তার মতো করে করবে। কিন্তু আমার প্রশ্ন হল, আদৌ ভোট হবে, নাকি পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হবে? মানুষ কি আদৌ ভোট প্রয়োগ করতে পারবে নাকি লুঠ হবে, সেটা আগে সুনিশ্চিত করা হোক।
অন্যদিকে, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, আমরা চাই পুরভোট হোক। নির্বাচন কমিশন কীভাবে একসঙ্গে করবে। আমরা চাই বলে কলকাতা-হাওড়ায় পুরভোট হবে। তারপর অন্যগুলো হবে। সরকার তো ভোট চেয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ হবে।
পুরভোট নিয়ে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে, সব পুরসভায় ভোট করানোর নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।এই মামলায় রাজ্য নির্বাচন কমিশন ও সরকারকে নোটিস দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।১৭ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য হয়েছে।