Sanjay Raut Attacks BJP: 'মমতাকে ক্ষমতাচ্যুত করতে ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র', অভিযোগ সঞ্জয় রাউতের, 'দুজনই বিচ্ছিন্নতার রাজনীতি করে', পাল্টা দিলীপ
তৃণমূলের পাশে দাঁড়িয়ে দলীয় মুখপত্র 'সামনা'য় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন শিবসেনা সাংসদ
![Sanjay Raut Attacks BJP: 'মমতাকে ক্ষমতাচ্যুত করতে ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র', অভিযোগ সঞ্জয় রাউতের, 'দুজনই বিচ্ছিন্নতার রাজনীতি করে', পাল্টা দিলীপ Shivsena MP Sanjay Raut Attacks Centre Misusing Power To Oust Mamata Banerjee, Dilip Ghosh Says Both Believe In Divisive Politics Sanjay Raut Attacks BJP: 'মমতাকে ক্ষমতাচ্যুত করতে ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র', অভিযোগ সঞ্জয় রাউতের, 'দুজনই বিচ্ছিন্নতার রাজনীতি করে', পাল্টা দিলীপ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/27183709/web-dilip-ghosh-n-sanjay-raut-split-still-271220.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সাংসদ বললেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বড় মাপের সমাবেশ ও রোড শো চলছে। একইসঙ্গে করোনার প্রকোপ এড়াতে মহারাষ্ট্রের মতো রাজ্যে নৈশ কার্ফু জারি করতে হচ্ছে। শাসকরা বিধি লঙ্ঘন করে, জনগণ তার মূল্য চোকায়।
সঞ্জয় রাউতের এই মন্তব্যকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি জানান, তৃণমূল, শিবসেনা বিচ্ছিন্নতার রাজনীতি করে, বিজেপিই সবার হয়ে কথা বলে।
এদিন দিলীপ বলেন, যারা শুধুমাত্র প্রাদেশিকতার কথা বলে এসেছে। শিবসেনা সেই দলে পড়ে। এরা বিজেপিকে ভয় পাচ্ছে। বিজেপি সবকা সাথ, সবকা বিকাশে বিশ্বাসী। সারা দেশকে এক মনে করে।
বিজেপি রাজ্য সভাপতির মতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে গুয়াহাটি-- সর্বত্র বিজেপি বিরাজমান। তিনি বলেন, আমাদের জন্য দেশ আজ সুরক্ষিত, সংরক্ষিত।
তাঁর অভিযোগ, শিবসেনা কেবলমাত্র বিচ্ছিন্নতার রাজনীতি করে এসেছে। মমতার সঙ্গে তাই তাদের মিল হয়েছে। এর জন্যই শিবসেনা বিজেপির সঙ্গে থাকতে পারেনি। কারণ, বিজেপি সারা দেশের কথা বলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)