এক্সপ্লোর
Advertisement
সিঙ্গুর মামলা: সুপ্রিম কোর্টে শেষ হল শুনানি
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বুধবার শেষ হল সিঙ্গুর মামলার শুনানি। শেষ দিনে জোর সওয়াল-জবাব টাটা মোটরস এবং রাজ্য সরকারের আইনজীবীদের মধ্যে।
টাটা মোটরসের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, আইন বদলালে, নির্দিষ্ট সময়ের মধ্যে হওয়া সমস্ত জমি অধিগ্রহণের ক্ষেত্রেই সেই পরিবর্তিত আইন কার্যকর হওয়া উচিত। টাটা মোটরসের ক্ষেত্রে অধিগ্রহণ খারাপ আর বাকিদের ক্ষেত্রে ভাল - এটা কেমন কথা! আইন এবং নীতি তো সবার জন্য, কোনও বিশেষ একটি সংস্থার জন্য নয়।
টাটাদের আইনজীবী আরও বলেন, গোটা দেশে কৃষি জমির পরিমাণ ৪২ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গে এই হার ৬৫ থেকে ৬৮ শতাংশ। ফলে, এখানে শিল্প করতে গেলে সমস্যা তো হবেই। কিন্তু মানুষ যত কৃষি থেকে শিল্পের দিকে এগোবে, ততই তো ভাল।
যদিও, রাজ্য সরকারের আইনজীবী রাকেশ দ্বিবেদী এদিন ফের তাঁর সওয়ালে বলেন, যে কারণে জমি দেওয়া হয়েছিল, সেটা না হলে, জমি ধরে রাখার কোনও অধিকার সংস্থার নেই। তাছাড়া, রাজ্য সরকার চাইলেই তার কোনও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।
এদিন শুনানির শেষে টাটা মোটরসের আইনজীবী বলেন, এই মামলা সংক্রান্ত আরও কিছু নথি তিনি আদালতে পেশ করতে চান। তাঁকে শুক্রবার পর্যন্ত সময় দেন বিচারপতি অরুণ মিশ্র। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আইনজীবীকে নির্দেশ দেন, সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে রাজ্য মন্ত্রিসভার নেওয়ার সিদ্ধান্ত সংক্রান্ত আরও কিছু কাগজপত্র পেশ করতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement