এক্সপ্লোর
Advertisement
শিক্ষক-ঘাটতি সামাল দিতে অবসরপ্রাপ্তদের নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের
কলকাতা: মামলার জেরে টেটের ফলপ্রকাশ করা সম্ভব হচ্ছে না। কিন্তু বিভিন্ন স্কুলে শিক্ষক সংখ্যায় ঘাটতি দেখা দিচ্ছে। এই প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত শিক্ষকদের আপাতত নিয়োগ করে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় নামছে রাজ্য সরকার।
বুধবার, বিধানসভায় শিক্ষক-ঘাটতির প্রসঙ্গটি তোলেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত। জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বিচারাধীন থাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ সম্ভব হচ্ছে না। ফলে, শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে রয়েছে। এর জেরে বিভিন্ন স্কুলে প্রয়োজনীয় শিক্ষকের অভাব দেখা দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর পাশাপাশি, যে সব স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি, সেখান থেকে উদ্বৃত্ত শিক্ষকদের অন্যত্র বদলি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
অন্যদিকে, কেন্দ্রীয় বিধি অনুযায়ী স্কুলে শিক্ষকতার জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক। এই প্রশিক্ষণে ছাড় চেয়ে কেন্দ্রকে অনেক আগেই চিঠি দিয়েছিল রাজ্য সরকার। সবুজ সঙ্কেত পেয়ে টেটে ডাকা হয়েছিল প্রশিক্ষণহীনদেরও। ফলপ্রকাশের আগে সেই ছাড়ের সময়সীমাও শেষ হয়ে গিয়েছে গত একত্রিশে মার্চ। তাই শিক্ষক সঙ্কট মেটাতে, ফের ছাড় চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement