নদিয়ায় বন্ধুর শোকে ‘আত্মঘাতী’ বন্ধু
নদিয়া: মেধাবী বন্ধুর শোকে নদিয়ার হরিণঘাটায় আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্র। ডায়েরিতে লেখা সুইসাইড নোটে আইআইএসইআরের ছাত্র সাগর মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর কথা উল্লেখ। সাগরের শোকেই আত্মঘাতী, দাবি পরিবারের। পরিবার সূত্রে খবর, রবিবার, বাড়িতে বিষ খান ফতেপুর উচ্চমাধ্যমিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিত্র ঢালি। অভিযোগ, রবিবার বাড়িতেই বিষ খায় ফতেপুর উচ্চমাধ্যমিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিত্র । সোমবার রাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে সাগর মণ্ডলের কথা লেখা ছিল। যে ছিল সৌমিত্রর একদিকে যেমন বন্ধু, তেমনই তাঁর আদর্শ। সাগর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বা আইআইএসইআরের ছাত্র ছিলেন। পরিবারের দাবি, একই এলাকায় থাকার সুবাদে পড়াশোনার ব্যাপারে সৌমিত্রকে সাহায্য করতেন আইআইএসইআরের মেধাবী ছাত্র সাগর। ১ মে হস্টেলর পরিত্যক্ত শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। এরই মাঝে আত্মঘাতী সৌমিত্র। সাগরের নাম করে তাঁর সুইসাইড নোটে লেখা তোকে খুব মনে পড়ছে। আমি স্থির করেছি যে তুই যেখানে আছিস, আমি তোর কাছে যাব। পরিবারের দাবি, বন্ধু সাগরের মৃত্যুর শোকেই এ ভাবে আত্মঘাতী হলেন সৌমিত্র। সপ্তাহ খানেক আগে বন্ধুর অস্বাভাবিক মৃত্যু হয়। তারপর থেকেই অবসাদে ভোগা শুরু। শেষমেশ, রবিবার রাতে বিষ খেয়ে আত্মহত্যা।