এক্সপ্লোর
Advertisement
পঞ্চায়েত ভোট ঘিরে নৈরাজ্যের পরিবেশ, বলল রাজ্য নির্বাচন কমিশন
কলকাতা : পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে নৈরাজ্যের পরিবেশ রয়েছে বলে মানল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে রাজনৈতিক সন্ত্রাস! দিকে দিকে অশান্তির প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলে শুক্রবার নবান্নে চিঠি পাঠিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ! আর সূত্রের খবর, শনিবার পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে তিনি বলেই ফেললেন, নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। আপনারা সরকারি কর্মী, আমি জানি। তবে ভয় পাবেন না। সততার সঙ্গে কাজ করবেন। প্রয়োজনে আমাকে ফোন করবেন। সকাল থেকে ৬টি জায়গায় অশান্তির খবর পেয়েছি। আমি অবাক হয়ে যাচ্ছি শুনে যে, মহকুমা শাসকের অফিসের কিছুটা দূরেও গোলমাল হয়েছে। আপনারাই রাজ্য নির্বাচন কমিশনের চোখ-কান। সততার সঙ্গে কাজ করুন।
শনিবার বেলা সাড়ে ১২টায় ভোটের দায়িত্ব বুঝিয়ে দিতে শিশির মঞ্চে ১৬৬ জন পর্যবেক্ষককে নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে নৈরাজ্যের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, ৯ তারিখের মধ্যে নিজের নিজের ব্লকে পৌঁছে যান। নির্বাচন পরবর্তী হিংসার দিকেও নজর রাখতে হবে। তিনি বলেন, ৩৪২ জন পর্যবেক্ষক চেয়েছিলাম রাজ্যের কাছে ১৭০ জন পেয়েছি।
এদিকে শুক্রবার বামেদের পর এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তির মধ্যে পড়ে গিয়ে জখম হন বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী!রাজ্যে ভোট-সন্ত্রাসের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির আঁচ দিল্লিতেও। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে এদিন বিক্ষোভ দেখায় সিপিএম। দলের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট অভিযোগ করেন, বিভিন্ন উপায়ে রিগিং করছে তৃণমূল। আগে ভোটের দিন রিগিং হত। এখন তা মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছে। সিপিএমের অভিযোগ, মমতা দিল্লিতে গণতন্ত্রের কথা বলেন, আর রাজ্যে মোদীকে অনুসরণ করেন।
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে এদিন রাজ্য নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ দেখায় ভাঙড়ের জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশরক্ষা কমিটিও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement