এক্সপ্লোর
সোনারপুরে বিজেপির ২ পরাজিত প্রার্থীর বাড়ি আগুন দিল তৃণমূল

সোনারপুর: সোনারপুর এলাকায় বিজেপির দুই পরাজিত প্রার্থীর বাড়িতে আগুন লাগানো হল, চলল লুঠপাট। অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত বিজেপি প্রার্থী মধ্যম সরকারের বাড়িতে আগুন লাগানো হয়। পাশাপাশি, খেয়াদা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সমিতির পরাজিত বিজেপি প্রার্থী কাকলি মণ্ডলের দোকানেও হামলা, লুঠপাট চলে। স্থানীয় বিজেপি সমর্থকদের বাড়িতেও তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সোনারপুর এলাকার একটি ক্লাবেও ভাঙচুর চলে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















