Prasun Banerjee Attacks:‘এরপর লোকে তাড়া করবে’, রাজ্যপালকে নিশানা প্রসূনের
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি কোনও কাজে আসেন না। সব সময় শুধু ট্যুইট করে বেড়ান। তিনি আরও বলেছেন, রাজ্যপাল অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন।
কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংঘাত চরমে উঠেছে। আর এরইমধ্যে রাজ্যপালকে নিশানা করলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপাল পদকে অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করেছেন।
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি কোনও কাজে আসেন না। সব সময় শুধু ট্যুইট করে বেড়ান। তিনি আরও বলেছেন, রাজ্যপাল অন্যায় করছেন, অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন। মানুষ এখন কালো পতাকা দেখাচ্ছে, এরপর লোকে তাড়া করবে। রাজ্যপালকে এভাবেই নিশানা করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল পদের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি বলেছেন, মানুষের বিপুল জনাদেশ পেয়ে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রতি মুহুর্তে এভাবে বিব্রত করার চেষ্টা মানুষ ভালোভাবে নেবেন না।
তাঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, মানুষ ভয়ে আছেন। ওনাকে মানুষ তাড়া করলে, কোথায় যাবেন! আঞ্চলিক দলগুলি রাজ্যপাল পদকে সহ্য করতে পারে না। সিপিএম আমলেও এমন হয়েছে। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে সমর্থন করেছিলেন।
রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন মোড় নিয়েছে বিধানসভার অধ্যক্ষের অভিযোগে। এবার রাজ্যপালের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ জানালেন বিধানসভার অধ্যক্ষ। ভার্চুয়াল বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কোনও বিল পাস করে পাঠানো হলেও, রাজ্যপালের অনুমতি মিলছে না। সই না করে তিনি বিল ফেরত পাঠাচ্ছেন, এমনকী আটকেও দিচ্ছেন। বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, বিধানসভা অধ্যক্ষের এক্তিয়ারের মধ্যে পড়লেও, বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দুবার বৈঠক করেছিলেন তিনি। বৈঠকের পর রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসা দেশে বিরল।
পাল্টা তৃণমূল অভিযোগ করেছে, বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল। তিনি তাঁর পদের নিরপেক্ষতা পালন করতে পারছেন না।