ফেসবুকে আলাপ, কাজের টোপ, অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট, টালিগঞ্জের অভিনেত্রীকে 'প্রতারণা'
উত্তর ২৪ পরগনা: নামী পরিচালকের সঙ্গে কাজের প্রলোভন! প্রচুর অর্থ উপার্জনের টোপ! আর এই ফাঁদে পা দিয়েই প্রতারণার শিকার টালিগঞ্জের অভিনেত্রী। উত্তর ২৪ পরগনার বরানগরের পালপাড়ার বাসিন্দা, পেশায় অভিনেত্রী চন্দনা ঘোষের দাবি, কয়েক দিন আগে ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। নিজেকে একটি নামী বিনোদন চ্যানেলের এক্সিকিউটিভ প্রোডিউসার বলে পরিচয় দেন ওই ব্যক্তি। প্রথমে চ্যাট, তারপর ফোনে কথা। বাড়তে থাকে যোগাযোগ। অভিনেত্রীর দাবি, এরপর ওই ব্যক্তি তাঁকে ফোনে করে বলেন, আপনি নামী পরিচালকের সঙ্গে কাজ করে লক্ষাধিক টাকা উপার্জন করতে পারেন। সেজন্য ১ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। অভিনেত্রীর দাবি, অনলাইনে ১ হাজার টাকা দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হতে থাকে। কিন্তু, অনলাইনে টাকা দিতে রাজি না হওয়ায়, ডেবিট কার্ডের পিন এবং প্যান নম্বর চাওয়া হয় বলে অভিযোগ। বিশ্বাস করে, ফাঁদে পা দিয়ে ফেলেন অভিনেত্রী। অভিযোগ, এরপরই অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় সাড়ে ছাব্বিশ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। অভিনেত্রী জানান, বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা তাঁর এক বান্ধবীকেও একই কায়দায়, ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে। এই ঘটনায় বরানগর থানার মাধ্যমে ব্যারাকপুর কমিশনারেটের ওসি সাইবার ক্রামের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মেলেনি টাকাও।