এক্সপ্লোর
বিজেপিতে যোগ দিলেন ইশরাত জাহান

কলকাতা: তাত্ক্ষণিক তিন তালাক প্রথার বিরুদ্ধে আন্দোলনের মুখ তথা মামলাকারী ইশরাত জাহান বিজেপিতে যোগ দিলেন। শনিবার হাওড়ায় ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যালয়ে দলের জেলার সহ সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর অনীতা সিংহ ও জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী দুর্গাবতী সিংহ ইশরাতের হাতে দলের পতাকা তুলে দেন। বিজেপি নেতা সঞ্জয় সিংহ বলেছেন, ইশরাত আগে থেকেই দলের কর্মসূচীতে যোগ দিতেন। এবার আনুষ্ঠানিকভাবে দলের সদস্যপদ গ্রহণ করেছেন। এর আগে ইশরাতকে দলের রাজ্য দফতরে সংবর্ধনা জানাল রাজ্য বিজেপির মহিলা মোর্চা। ওই অনুষ্ঠানে মহিলা মোর্চার সভানেত্রী লকেট ইশরাতকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান। ইশরাতও লকেটকে মিষ্টি খাওয়ান। তিন তালাক নিয়ে লোকসভায় বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ইশরাত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















