বিমল গুরুং-এর আপ্ত সহায়ক সেজে তোলাবাজি, শিলিগুড়ি থেকে গ্রেফতার দু-জন
ফোনে নিজেকে বিমল গুরুংয়ের আপ্ত সহায়ক বলে পরিচয় দেন অভিযুক্ত। তার পর কলেজে কতৃপক্ষের কাছে দাবি করেন পার্টি ফাণ্ডে ১ লক্ষ টাকা দিতে হবে।
মলয় চক্রবর্তী, শিলিগুড়ি: তোলাবাজি করতে এবার ভুয়ো রাজনৈতিক পরিচয় ব্যবহার করল অভিযুক্তরা। বিমল গুরুংয়ের নাম করেই চলছিল তোলাবাজি। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা। পুলিশ জানিয়েছে, ধৃত ওই দুই ব্যক্তির নাম দীপেশ ত্রিক্ষত্রী ও তারা পারিয়ার। দু জনই কালিম্পঙের বাসিন্দা।
কয়েকদিন আগে শিলিগুড়ির দাগাপুরে একটি বেসরকারি কলেজ কর্তৃপক্ষকে ফোন করে দীপেশ। ফোনে নিজেকে বিমল গুরুংয়ের আপ্ত সহায়ক বলে পরিচয় দেন। তার পর কলেজে কতৃপক্ষের কাছে দাবি করেন পার্টি ফাণ্ডে ১ লক্ষ টাকা দিতে হবে। সেই মতো কলেজ কতৃপক্ষ ১ লক্ষ টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করে।
পরে ফের দীপেশ টাকার জন্য ফোন করে কলেজ কতৃপক্ষকে। বারবার টাকা চাওয়ায় কলেজ কতৃপক্ষের সন্দেহ হয়। এর পরই শিলিগুড়ি থানায় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মঙ্গলবার রাতে কালিম্পং থেকে দু জনকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম বিভাগ।
পুলিশ সূত্রে খবর, যে অ্যাকাউন্ট নম্বরে কলেজ টাকা দিয়েছিল সেটি তারা পারিয়ারের। এ দিকে ২০১৮ সালেও দীপেশ ত্রিক্ষত্রী গ্রেফতার হয়েছিল। বিনয় তামাং-এর নাম করে কয়েক লক্ষ টাকা তুলেছিল বলে অভিযো