পরপর দুটি কন্যা সন্তান! স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে হত্যার চেষ্টা সিআরপিএফ স্বামীর
রানাঘাট: পরপর দুটি কন্যা সন্তান। তাই স্ত্রীকে কোপাল স্বামী। যিনি আবার পেশায় সিআরপিএফ কর্মী। এই ঘটনা ঘটেছে নদিয়ার রাণাঘাট পুরসভার রামকৃষ্ণপল্লীতে। অজয়কুমার ঘোষের সঙ্গে ১৯৯৬ সালে বিয়ে হয় কাকলি ঘোষের। এক বছর বাদে একটি কন্যা সন্তান হয় তাঁদের। অভিযোগ, তারপর থেকেই অশান্তি শুরু চার বছর বাদে ফের একটি কন্যাসন্তান হয় ঘোষ দম্পতির। অভিযোগ, এরপর স্বামী অজয় যখনই ছুটিতে বাড়িতে আসতেন, তখনই স্ত্রীর সঙ্গে তাঁর চরম অশান্তি হত। স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করতেন তিনি। ১৬ জানুয়ারি ছুটিতে ছত্তীসগঢ় থেকে বাড়ি আসেন CRPF কর্মী অজয়। বৃহস্পতিবার ফের কন্যা সন্তান নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। সে সময় ঘরে ছিলেন অজয়, তাঁর স্ত্রী কাকলি এবং তাঁদের বড় মেয়ে। অভিযোগ, আচমকাই স্ত্রীকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন অজয়। এরপর নিজেই জখম স্ত্রীকে রাণাঘাট মহকুমা হাসপাতালের বাইরে ফেলে দিয়ে চলে যান অভিযুক্ত স্বামী।আপাতত ওই গৃহবধূর চিকিৎসা চলছে। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে রাণাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। রানাঘাট থানায় অভিযোগ দায়ের পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক।