(Source: ECI/ABP News/ABP Majha)
চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণা, নদিয়া থেকে গ্রেফতার ভুয়ো IAS
শনিবার অভিযোগ দায়ের। সোমবার গ্রেফতার। পুলিশের জালে অভিযুক্ত ভুয়ো IAS।
প্রদ্যোত্ সরকার, নদিয়া: FIR দায়েরের দু দিনের মাথায় নদিয়ায় ভুয়ো IAS গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার নবদ্বীপের একটি বেসরকারি লজ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযুক্তকে ছ-দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর আদালতের বিচারক।
শনিবারই অভিযোগ দায়ের হয়েছিল। আর সোমবারেই গ্রেফতার। পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত ভুয়ো IAS। নদিয়ার কোতয়ালি থানা সূত্রে খবর, সোমবার রাতে নবদ্বীপের একটি বেসরকারি লজে হানা দিয়ে ওই ভুয়ো IAS অফিসারকে গ্রেফতার করে পুলিশ।
কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকে একের এপর এক ভুয়ো আমলা ও ভুয়ো আধিকারিকের হদিশ মিলেছে রাজ্যে। সেই তালিকায় ঢুকে পড়েল নদিয়ার নামও। পুলিশ সূত্রে দাবি, ধৃতের আসল নাম অদ্বৈত আচার্য। অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় নাম নিয়ে নিজেকে IAS অফিসার বলে পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা করতেন তিনি।
কল্যাণীর বাসিন্দা এক যুবকের অভিযোগ ছিল, চাকরির প্রতিশ্রুতি দিয়ে ২ লক্ষ ২৫ হাজার টাকা নেন তিনি। অভিযোগকারী অভিজিত্ রায়ের কথায়, 'গাড়িতে নীলবাতি লাগিয়ে আসেন। সন্দেহ হওয়ায় টাকা ফেরত চাই, পাইনি। আজকে অভিযোগ জানালাম।'
সোমবার ধৃতকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে, বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ প্রসঙ্গে সরকারি আইনজীবী সুমিত বিট জানান, ' ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪০৬, ৪২০ ধারা প্রয়োগ করা হয়েছে। যে গাড়ি নিয়ে ঘুরত, যে ২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়েছে, তা উদ্ধারের জন্য তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। বিচারক ৬ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। '
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের উপস্থিতিতে কোতোয়ালি থানায় অভিযোগ জানান যুবক। দুদিনের মাথায় গ্রেফতার হলেন অভিযুক্ত। ঘটনাকে নিয়ে শুরু হয় তৃণমূল-বিজেপি চাপানউতোর। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কথায়, এই সরকারের আমলে সরকারি আধিকারিকদের নাম ভাঙিয়ে প্রতারণার চলছে। কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায় জানিয়েছিলেন, 'পুলিশ জানিয়েছে, মামলা রুজু হয়েছে।'