লকডাউনে মদের আসর, তাসের আড্ডা! জটলা ভাঙতে গিয়ে আসানসোল ও ক্যানিংয়ে আক্রান্ত প্রতিবাদী
বাড়ির সামনে মদের আসরে জটলা। প্রতিবাদ করায় আসানসোলে যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।
![লকডাউনে মদের আসর, তাসের আড্ডা! জটলা ভাঙতে গিয়ে আসানসোল ও ক্যানিংয়ে আক্রান্ত প্রতিবাদী Two protesters has been attacked when they tried to break gathering লকডাউনে মদের আসর, তাসের আড্ডা! জটলা ভাঙতে গিয়ে আসানসোল ও ক্যানিংয়ে আক্রান্ত প্রতিবাদী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/27015819/lockdown-protest-attack.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আসানসোল: বাড়ির সামনে মদের আসরে জটলা। প্রতিবাদ করায় আসানসোলে যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাসের আসরে জটলার প্রতিবাদ করে আক্রান্ত হওয়ার অভিযোগ। দু’টি ক্ষেতেই পলাতক অভিযুক্তরা।
পড়ুন: ‘আরে ওতো কাছাকাছি না, দাও দাও আমি করে দিচ্ছি’, আধলা কেড়ে নিয়ে সুরক্ষা বলয় আঁকলেন মমতা নিজেই
করোনা মোকাবিলায় ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লকডাউনে জমায়েত না করার জন্য লাগাতার প্রচার চালাচ্ছে প্রশাসনও। এই পরিস্থিতিতে বাড়ির সামনে মদের আসরে জটলার প্রতিবাদ করে আক্রান্ত হলেন যুবক।
ঘটনাটি আসানসোল দক্ষিণ থানার হিলভিউ কলোনির। আক্রান্ত যুবকের দাবি, বুধবার বিকেলে বাড়ির সামনে মাঠে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। অভিযোগ, প্রতিবাদ করলে ওই যুবকরা বাড়ির সামনে এসে গালিগালাজ করে। এরপরই ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।
পড়ুন: কীভাবে মাছি থেকেও ছড়াতে পারে সংক্রমণ, ভিডিও-বার্তায় বোঝালেন অমিতাভ, রিট্যুইট মোদির
আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ওই এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিয়েও আক্রান্ত প্রতিবাদী। আক্রান্ত ব্যক্তির দাবি, রাস্তার ধারে তাসের আসরে জটলার প্রতিবাদ করায় মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)