প্রয়াত বর্ষীয়াণ অভিনেত্রী শোভা সেন
কলকাতা: প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অভিনেত্রী শোভা সেন। বরিবার সকাল ৬টা দক্ষিণ কলকাতার ম্যুর অ্যাভিনিউ-এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে। অভিনেতা উৎপল দত্তর স্ত্রী শোভা সেনের জন্ম ১৯২৩ সালে, অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরে। বেথুন কলেজ থেকে স্নাতক হওয়ার পর যোগ দেন গণনাট্য সঙ্ঘে। নবান্ন নাটকে প্রধান নারীচরিত্র দিয়েই অভিনয় জীবনের শুরু।
১৯৫৩ সালে শোভা সেন যোগ দেন লিটল থিয়েটার গ্রুপে। পরবর্তীকালে যার নাম হয় পিপলস থিয়েটার গ্রুপ। তাঁর উল্লেখযোগ্য অভিনয় নবান্ন, টিনের তলোয়ার, তিতুমির, ব্যারিকেডের মতো নাটকে। অভিনয় করেছেন ঋত্বিক ঘটকের অসমাপ্ত ছবি বেদেনি, মৃণাল সেনের এক অধুরি কহানি, উৎপল দত্তর ঝড় ছবিতে।
Saddened at the passing of veteran theatre artiste Sobha Sen. My condolences to her family and friends
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2017
শিল্পীর প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া। নিজের টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, নাট্যশিল্পী শোভা সেনের প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবার, পরিজনদের প্রতি সমবেদনা জানাই। শোভা সেনের মৃত্যুর খবর পেয়েই সকালে বাড়িতে আসেন বহু বিশিষ্ট ব্যক্তি। প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান তাঁরা। দুপুরে বাড়ি থেকে আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে ভারতীয় গণনাট্য সংঘের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় প্রয়াত শিল্পীর দেহ। সেখানেও জানানো হয় শেষ শ্রদ্ধা। দুপুর ২টোর পর এনআরএস হাসপাতালে দান করা হয় দেহ।