TMC-BJP Clash: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মাথাভাঙা, অভিযোগ-পাল্টা অভিযোগ দায়ের
নেতার উপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা
কোচবিহার: বড়দিনের আগের রাতে তৃণমূল-বিজেপির তিন তিনটে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় কোচবিহারের মাথাভাঙায়। নেতার উপর হামলার অভিযোগে বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
মাথাভাঙায় জেলা বিজেপির সাধারণ সম্পাদকের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি। যদিও গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বকে এর জন্য দায়ী করেছে শাসকদল।
এদিন রাতেই, মাথাভাঙার জোরপাকড়ি এলাকায় বিজেপির দলীয় কর্মীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। এদিকে অভিযোগ অস্বীকার করে, তৃণমূল পাল্টা দাবি করেছে, তাঁদের মিছিলে হামলা চালিয়েছে বিজেপি।
বৃহস্পতিবার রাতে পশ্চিম খাটের বাড়ি এলাকায় তৃণমূল কর্মী, পেশায় টোটোচালককে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তৃণমূল কর্মী। তাঁর টোটোটিও ভেঙে দেওয়া হয়। এক্ষেত্রেও যথারীতি হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়াশিবির। মাথাভাঙা থানায় শাসক-বিরোধী দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।