WB School Reopening: স্কুল খুলেই জোড়া পরীক্ষা; মার্চের প্রথম সপ্তাহেই মাধ্যমিক, এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক
এর পর এপ্রিলের (April) শুরুতেই হবে উচ্চমাধ্যমিক (Hs Exam)।
কলকাতা: স্কুল খোলার (School Reopening) সিদ্ধান্তের পর জোড়া পরীক্ষায় সরকারের নজর। মার্চের (March) প্রথম সপ্তাহেই হবে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। এর পর এপ্রিলের (April) শুরুতেই হবে উচ্চমাধ্যমিক (Hs Exam)।
সূত্রের খবর, পর্ষদ ও সংসদের সঙ্গে সরকারের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এবং এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrence Exam) পরীক্ষা হবে। এখন জোড়া পরীক্ষা নিয়ে অপেক্ষা শুধু নবান্নের অনুমোদনের। কালীপুজোর আগেই নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সূত্রের খবর, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে কিনা তা স্কুলের উপরেই ছাড়ল সরকার।
প্রায় দু-মাস পর ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। কীভাবে স্কুল চলবে সেই গাইডলাইনের (Covid guidline) খসড়া তৈরি। গাইডলাইন অনুযায়ী এক সময়ে সব ক্লাস করা যাবে না, সমবেত প্রার্থনায় নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি পড়ুয়াদের ভিড় এড়াতে স্কুল শুরু ও ছুটির সময়েও বদল করা হয়েছে। ক্লাস শুরুর আগে ১০ মিনিট করোনা সচেতনতার পাঠ দেওয়া হবে। আপাতত খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে লাগাম থাকছে।
একটি বেঞ্চে বসা যাবে না ২ জনের বেশি। পড়ুয়াদের টিফিন খেতে হবে ক্লাসের মধ্যেই। পড়ুয়াদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদেরও মাস্ক বাধ্যতামূলক। স্কুলের ভিতরে আপাতত ঢুকতে পারবেন না অভিভাবকরা। সূত্রের খবর, এই গাইডলাইন অনুমোদনের জন্য নবান্নে (Nabanna) পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে ফের দৈনিক করোনার সংক্রমণ হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৭৬, ১৫ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত ২৭২। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে জলপাইগুড়িতে একদিনে ৪জনের মৃত্যু, ২৫জন সংক্রমিত। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৫৯, ৩ জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৭৯, ২ জনের মৃত্যু।
আরও পড়ুন: School Reopening Guidelines: স্কুল খোলার প্রস্তুতি শুরু রাজ্যে, গাইডলাইন খসড়ায় কী কী জানান হল?