Board Exams in Bengal: কবে থেকে শুরু মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? বুধবার একসঙ্গে ঘোষণা করবে পর্ষদ, সংসদ
বুধবার দুপুর ২টো নাগাদ পর্ষদ ও সংসদ একসঙ্গেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে।
কলকাতা: কবে থেকে শুরু মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, জানানো হবে আগামিকালই। পর্ষদ ও সংসদ একসঙ্গেই দিন ঘোষণা করবে। বুধবার দুপুর ২টো নাগাদ পর্ষদ ও সংসদ একসঙ্গেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে। করোনা আবহে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মধ্য বিভ্রান্তি তৈরি হয়। একাধিকবার পিছিয়ে যায় দুটি পরীক্ষাই। সবমিলিয়ে দোটানা চলছিলই।
এরপর রাজ্যসরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, অগাস্টে মাধ্যমিক, জুলাইয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগে কেন উচ্চমাধ্যমিক? এ নিয়ে মুখ্যমন্ত্রী ব্য়াখ্যা দিয়েছিলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তির ব্যাপার থাকে। তাই ওই পরীক্ষা আগে নেব। মাধ্যমিক তো আমাদের ঘরের ব্যাপার। তাই ওটা পরে নেওয়টার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা।’করোনা আবহে পরীক্ষার নিয়মেও একাধিক বদলের কথা জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, দেড় ঘণ্টায় হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। বলেন, ‘উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে।’
মাধ্যমিক পরীক্ষা নিজের স্কুলে হবে বলেও জানানো হয়। বলেন, ‘নিজের স্কুলেই মাধ্যমিক পরীক্ষা হবে। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের পরীক্ষা দেড় ঘণ্টায় হবে।’
অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য়বসুও জানিয়েছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়নি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষা নেওয়া হতে পারে। তিনি বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর পরীক্ষার দিন দ্রুত ঘোষণা করা হবে।'
১ জুন থেকে মাধ্যমিক ও ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের জেরে দুটি পরীক্ষাই পিছিয়ে দেওয়া হয়। রাজ্যে লকডাউনের মতো বিধি জারির দিনই প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হচ্ছে না। পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে ঘোষণা করেছিল নবান্ন।