এক্সপ্লোর
Advertisement
সাপ্তাহিক রাশিফল
৮ জানুয়ারি ২০১৭ - ১৪ জানুয়ারি ২০১৭
রবি – ধনু । চন্দ্র – মেষে । মঙ্গল – কুম্ভে ।বুধ – ধনু । বৃহস্পতি - কন্যা । শুক্র – কুম্ভে । শনি – বৃশ্চিক । রাহু – সিংহ । কেতু – কুম্ভে । তিথি একাদশী থেকে তৃতীয়া দিকে । সাপ্তাহিক রাশিফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব ।
মেষ
এ সপ্তাহে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে । ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ হতে পারে । অবসাদ কাজের ক্ষতি করতে পারে । স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ বাড়ির পরিবেশ গরম করবে । কাজের জন্য দূরে ভ্রমণ । ধর্ম ব্যাপারে কোনও মত প্রকাশ । সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নীচু করতে পারার জন্য মনে আনন্দ । সম্পত্তি নিয়ে কোনও আইনের ব্যবস্থা। ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
বৃষ
এ সপ্তাহে শত্রুর দ্বারা কোনও ক্ষতি হতে পারে । ব্যবসার দিকে নতুন কোনও কিছু শুরু হতে পারে, স্বামী স্ত্রীর চেষ্টায় কোনও সমস্যার সমাধান । বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে । শরীরে কোনও ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে পারে । আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন । অর্থ নিয়ে এ সপ্তাহে চিন্তা বাড়তে পারে । বিদেশে বন্ধুর খবর না পাবার জন্য চিন্তা । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
মিথুন
সপ্তাহের প্রথমে ব্যবসার দিকে কোনও নতুন লোকের সাহায্য পেতে পারেন । বাড়িতে কোনও মূল্যবান দ্রব্য চুরি হবার যোগ । দূরে কোনও স্থানে ভ্রমণের আলোচনা বন্ধ রাখা ভাল হবে । মধ্যভাগে ডাক্তারের খরচ বাড়তে পারে । গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন । নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে । প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে । সম্পত্তি ক্রয়ের ভাল সময়। ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
কর্কট
আত্মীয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে । তবে ব্যবসার দিকে কোনও অর্থ সাহায্য ভাল পাবেন । বাড়িতে কোনও সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে । শত্রুর জন্য কাজের ক্ষতি । সামাজিক কোনও কাজের জন্য সম্মান বাড়তে পারে । কর্মস্থান পরিবর্তন নিয়ে কোনও চিন্তা । সন্তানের পড়াশুনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে । বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
সিংহ
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে খরচ বাড়তে পারে, সংসারে কোনও আত্মীয় নিয়ে বিবাদ । বিবাহের জন্য বাড়িতে কোনও আলোচনা । চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ কোর্ট পর্যন্ত যেতে পারে । জলপথে একটু বিপদের সম্ভাবনা । অর্থ ব্যাপারে কোনও চাপ থাকতে পারে । শেষের দিকে ব্যবসার মন্দ বাড়তে পারে । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
কন্যা
সপ্তাহের প্রথম দিকে কোন ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে । ব্যবসার দিকে কোনও অশান্তি নিয়ে একটু চিন্তা বাড়তে পারে । স্ত্রীর কারণে কোনও বিবাদ অনেক দূর যেতে হতে পারে । পুলিশের থেকে সাবধান থাকুন । স্ত্রীর জন্য কোনও কাজের ব্যবস্থা হতে পারে । গঠনমূলক কোনও কাজে উন্নতি । বাড়িতে কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে । পিতার জন্য কোনও বিপদ থেকে উদ্ধার । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
তুলা
সপ্তাহের প্রথমে ব্যবসার দিকে ভাল খবর । অর্থ ব্যাপারে চাপ কম থাকবে । বাড়িতে অনেক অতিথি আসতে পারে । সন্তানের জন্য কাজের ব্যবস্থা, স্ত্রীকে নিয়ে দূরে কোনও ভ্রমণের আলোচনা । আইনি কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে । লিভারের সমস্যা বাড়তে পারে । চলাফেরার সাবধান থাকুন । মধ্যভাগে শরীরের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
বৃশ্চিক
সপ্তাহের প্রথম দিকে চাকরির স্থানে প্রচুর কাজের চাপ বাড়তে পারে । ডাক্তারের খরচ বৃদ্ধি । সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে । গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনের শান্তি । বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম । বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে । ব্যবসার দিকে অর্থ বিনিয়োগ হতে পারে । পেটের কোনও সমস্যা বৃদ্ধি । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
ধনু
এসপ্তাহে আত্মীয় নিয়ে কোনও চাপ বাড়তে পারে । পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হবার যোগ। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না । বাড়িতে বন্ধু নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে । ডাক্তারের জন্য খরচ বাড়তে পারে । আগুন থেকে সাবধান থাকুন । বিবাহ ব্যাপারে কোনও বিশেষ আলোচনা । শেষের দিকে কর্মস্থানে কোনও বিবাদ হতে পারে । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
মকর
সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে । গুরুজনের জন্য খরচ বাড়তে পারে । স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মন কষ্ট বৃদ্ধি । চাকরির স্থানে কোনও উন্নতির সুযোগ । কোনও মহিলা থেকে সাবধান, উচ্চশিক্ষার জন্য ভাল সময় আসতে পারে । সন্তানের ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি । মধ্যভাগে মানসিক চাপ বাড়তে পারে । স্ত্রীর জন্য কাজের ক্ষতি হবার যোগ । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে পিতার শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে । পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে । সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর যেতে পারে । গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ । প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা । শেয়ার বাজারে লগ্নি না করা ভাল । ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে । হারানো দ্রব্য পেতে পারেন । ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
মীন
সপ্তাহের প্রথম দিকে শরীরের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার, সংসারের কোনও কাজ মধ্যভাগে করে ফেলুন । চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে । প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন, বাঁকা পথে আয় না করা ভাল হবে । এ সপ্তাহে কোনও প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাত। ঋণ থেকে পরিত্রাণের জন্য প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
Advertisement