এক্সপ্লোর
'মাথা বিজেপিতে গেলেও ধড় থেকে যাবে তৃণমূলেই' শুভেন্দুর গড়ে দাঁড়িয়েই আক্রমণ তৃণমূল নেতাদের
পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ে তৃণমূলের ৩ মন্ত্রীর সভা। হলদিয়ায় সভা করলেন বনমন্ত্রী ও দমকলমন্ত্রী। কাঁথিতে সভা মন্ত্রী ব্রাত্য বসুর। নরমে-গরমে বার্তাও দিলেন। তবে কারও মুখেই শোনা গেল না শুভেন্দু অধিকারীর নাম।
কাঁথি: শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছেড়েছেন শুক্রবার! আর তার ঠিক একদিন বাদে রবিবার শুভেন্দুর জেলায় একসঙ্গে তৃণমূলের তিন মন্ত্রীর কর্মসূচি। হলদিয়ায় তৃণমূলের কর্মসূচিতে রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুজিত বসু। কাঁথির সভায় উপস্থিত মন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু, অধিকারীগড়ে সভা সত্ত্বেও, তৃণমূলের অনুষ্ঠানে দেখা গেল না অধিকারী পরিবারের কোনও সদস্যকে! তাৎপর্যপূর্ণ বিষয় হল, পূর্ব মেদিনীপুর জেলার দুই সাংসদই অধিকারী পরিবার থেকে। একজন কাঁথির সাংসদ শিশির অধিকারী। অপরজন তমলুকের সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু। কাঁথি পুরসভার চেয়ারম্যান শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু। এদের কাউকেই দেখা যায়নি তৃণমূলের মন্ত্রীদের কর্মসূচিতে।
এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়-সুজিত বসুরা হলদিয়ায় মিছিলে হাঁটেন! সভা থেকে নাম না করে নরমে-গরমে বার্তাও দেন। বনমন্ত্রী রাজীব বলেন, অনেকেই ক্ষমতাভোগ করতে চান শুধু, শুধুই শাসন করে যেতে চান, আমরালোভী থাকে, পদলোভী থাকে, আমরা মানুষের জন্য কাজ করতে চাই, পরিষেবা দিয়ে যেতে চাই।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই, তৃণমূলে একটাই মুখ মমতা।
যদিও সরাসরি, শুভেন্দুর নাম করে কেউই কোনও আক্রমণ শানাননি। উল্টে রাজীব এবিপি আনন্দকে জানান, 'শুভেন্দু আমার বহুদিনের সতীর্থ, সহকর্মী সঙ্গে আমার সঙ্গে সত্যিই ভাল সম্পর্ক, উনি তো এখনও দল ছাড়েনি, নেতৃত্ব দেখছেন বিষয়টা, আশা করি ঠিকঠাক হয়ে যাবে।'
কাঁথির সভা থেকে ব্রাত্য বসুকেও দেখা গেল একই ভূমিকায়! দলীয় কর্মীদের আত্মবিশ্বাস যোগালেন। জৈব প্রযুক্তিমন্ত্রী ব্রাত্যর মুখে শুভেন্দুর নাম শোনা না গেলেও, ছিল প্রত্যয়ী সুর।
‘পূর্ব মেদিনীপুর থেকে কোনও কোনও নেতা বিজেপিতে চলে গিয়েছেন। কেউ কেউ আগামী দিনে যেতেও পারেন।’, কিন্তু সমর্থকরা কেউই তৃণমূল ছেড়ে যাবেন না বলেই আশাবাদী তিনি। তাঁর ব্যাখ্যা,‘মাথা চলে গেলেও ধড় থেকে যাবে তৃণমূলেই।’
কিন্তু শুভেন্দু প্রসঙ্গে একটিও বিরূপ মন্তব্য করেননি ব্রাত্য। প্রশ্ন করা হলে তিনি বলেন, 'উনি এখনও আমাদের দলে আছেন, দল ছাড়েননি, ওঁর বিরুদ্ধে কোনও কিছু বলা আমার পক্ষে শোভনীয় নয়।'
এদিন শুভেন্দু অনুগামী বলে পরিচিত কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতির এলাকায় সভা করেন ব্রাত্য বসু। তাৎপর্যপূর্ণভাবে সেই সভায় গরহাজির ছিলেন বিধায়ক নিজেই। কিন্তু, সম্প্রতি শুভেন্দুর সঙ্গে অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই তৃণমূল বিধায়ককে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement