WB By-election 2021 Live: বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩ শতাংশ
Bhawanipur Assembly, WB By-election 2021 Live Updates: দুই কেন্দ্রের নির্বাচন ও একটি কেন্দ্রের উপনির্বাচন সহ রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
LIVE
Background
আজ ভবানীপুরে উপনির্বাচন, মুর্শিদাবাদে জোড়া লড়াই। ভবানীপুরকেন্দ্রের জন্য শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি করা হয়েছে ডিসিআরসি সেন্টার। মোট ২৮৭টা বুথ রয়েছে। মেন বুথের সংখ্যা ২৬৯। কোভিড পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে ১৮টা অক্সিলিয়ারি বুথ। ভোট কর্মীদের হাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বুথ পিছু দেওয়া হচ্ছে ৪টে করে রেনকোট।
ভবানীপুরে এক ধাক্কায় বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি বাহিনী। ১৫ থেকে বেড়ে ভবানীপুরে মোতায়েন ৩৫ কোম্পানি। সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সব বুথে মাইক্রো অবজার্ভার। যাতে পরিষ্কার, ভবানীপুরের হাইপ্রোফাইল যুদ্ধের প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।
ভবানীপুর বিধানসভায় মোট বুথ ২৮৭টি। এর মধ্যে মেন বুথ ২৬৯-টি । কোভিড পরিস্থিতির জন্য তৈরি হয়েছে ১৮-টি অক্সিলিয়ারি বুথ। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি হয়েছে DCRC। শুরুতে ভবানীপুরে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। বুধবার সেখানে মোতায়েন করা হয় আরও ২০ কোম্পানি বাহিনী। অর্থাৎ উপনির্বাচনে ভবানীপুরে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ও সিসি ক্যামেরার নজরদারি। সব বুথেই থাকছেন মাইক্রো অবজার্ভার। মাইক্রো অবজার্ভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। থাকছে কুইক রেসপন্স টিম।
বুথের বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে। ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক। ভবানীপুরের ৩৮টি জায়গায় পুলিশ পিকেট করা হবে। থাকবে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। আরটি মোবাইল ভ্যান থাকবে ২৩টি। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাড়তি নিরাপত্তার বেষ্ঠনী সেখানে। সব মিলিয়ে প্রস্তুতি সারা। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ।
দেখতে থাকুন দুই কেন্দ্রের নির্বাচন ও একটি কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত খবরের যাবতীয় আপডেট...
WB By-Elections Live: নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সামশেরগঞ্জে
ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে, সামশেরগঞ্জে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কোথায় ভোট দিতে হবে? মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে, বুথমুখী ভোটারদের রাস্তায় দাঁড় করিয়ে নকল ভোটযন্ত্রে হাতেকলমে তা দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। নকল ইভিএমে জ্বলজ্বল করছে একজনেরই নাম। আমিরুল ইসলাম। এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলছে বিরোধীরা। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। এই ঘটনায়, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
WB By-Polls Live: 'ভবানীপুরে প্রতিটি বুথে প্রায় ২০ শতাংশ ভোটারের অস্তিত্বই নেই', দাবি ফিরহাদের
‘ভবানীপুরে প্রতিটি বুথে প্রায় ২০ শতাংশ ভোটারের অস্তিত্বই নেই। ভবানীপুর উপনির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট, খুব ভালো ভোট হয়েছে’, বললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম
WB By-Elections Live: বিকেল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোটদানের হার ৫৩ শতাংশ
বিকেল ৫: ভবানীপুরে ভোটদানের হার ৫৩ শতাংশ
বিকেল ৫: জঙ্গিপুরে ভোটদানের হার ৭৬ শতাংশ
বিকেল ৫: সামশেরগঞ্জে ভোটদানের হার ৭৮ শতাংশ
WB By-Polls Live: 'ভবানীপুরে কোথাও রিগিং হয়নি', দাবি ফিরহাদের
‘ভবানীপুরে প্রতিটি বুথে প্রায় ২০ শতাংশ ভোটারের অস্তিত্বই নেই। ভবানীপুর উপনির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট, খুব ভালো ভোট হয়েছে। মমতা মানুষের হৃদয়ে আছেন, বিজেপি ভেবেছিল ভবানীপুরে নন্দীগ্রামের মতো ঘটনা ঘটাবে। ভবানীপুরে বিজেপির হারের পর ফুল পাঠাবো। ভবানীপুরে কোথাও রিগিং হয়নি।’ বক্তা ফিরহাদ হাকিম।
WB By-Elections Live: সামশেরগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেসের
মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভাসাইপাইকরে ৯ বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের। তৃণমূল ও কংগ্রেস সমর্থকদের মধ্যে বচসা। পুলিশকে ঘিরে বিক্ষোভ কংগ্রেসের। সামশেরগঞ্জের ৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেসের। ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের।