এক্সপ্লোর
Advertisement
‘কাগজ দেখানোর আগে দরজা দেখিয়ে দেব’, নাড্ডার সিএএ বার্তা নিয়ে তোপ মহুয়া মৈত্রর
পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ফের তীব্র বাকযুদ্ধে জড়াল বিজেপি ও তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল শিলিগুড়িতে বলেছিলেন যে, করোনাভাইরাস সংক্রান্ত মহামারীর কারণে সিএএ কার্যকরে দেরি হচ্ছে। কিন্তু শীঘ্রই এই আইন রূপায়ণ করা হবে।
কলকাতা: পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ফের তীব্র বাকযুদ্ধে জড়াল বিজেপি ও তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল শিলিগুড়িতে বলেছিলেন যে, করোনাভাইরাস সংক্রান্ত মহামারীর কারণে সিএএ কার্যকরে দেরি হচ্ছে। কিন্তু শীঘ্রই এই আইন রূপায়ণ করা হবে।
নাড্ডার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
মহুয়া ট্যুইট করে বলেছেন, 'জেপি নাড্ডা বলছেন, সিএএ খুব শীঘ্রই রূপায়ণ করা হবে। বিজেপি শুনে রাখো, আমরা কাগজ দেখানোর আগে তোমাদের রাস্তা দেখিয়ে দেব'।
উল্লেখ্য, সংসদে তো বটেই, রাস্তায় নেমেও সিএএ-র বিরোধিতা করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই আইনের বিরুদ্ধে পথে নেমে সোচ্চার হয়েছেন।
নাড্ডা গতকাল রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বিভেদ তৈরি করে শাসনের নীতি নিয়ে চলছে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপি সরকার গঠিত হবে বলেও তিনি দাবি করেন।
বিজেপি সভাপতি বলেন, সিএএ অবশ্যই কার্যকরী হবে। এখন নিয়ম-কানুন তৈরি হচ্ছে। করোনার কারণে কিছুটা থমকে গিয়েছে। করোনা সংকট কেটে গেলেই সাধারণ মানুষ এর সুবিধা পাবেন।
নাড্ডা বলেন, সিএএ সংসদে অনুমোদিত হওয়ার পর আইনে পরিণত হয়েছে। বিজেপি এই আইন রূপায়ণে প্রতিশ্রুতিবদ্ধ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement