এক্সপ্লোর
Advertisement
রাজ্যে বাড়ল করোনায় সংক্রমণ, মৃত্যু, স্বস্তি সুস্থতার সংখ্যায়
বাড়ছে কোভিড, বাড়ছে উদ্বেগ। রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। তবে এরইসঙ্গে আশার আলো আরও তীব্র করে বাড়ল সুস্থতার সংখ্যাও।
কলকাতা: বাড়ছে কোভিড, বাড়ছে উদ্বেগ। রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। তবে এরইসঙ্গে আশার আলো আরও তীব্র করে বাড়ল সুস্থতার সংখ্যাও।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত, ৩ হাজার ১৮৮ জন। সোমবার সংখ্যাটা ছিল ৩ হাজার ১৫৫ জন। রবিবার ৩ হাজার ১৮৫ জন। শনিবার ৩ হাজার ১৮১। শুক্রবার ৩ হাজার ১৯০।
দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে, ৬২ জনের। সোমবার সংখ্যাটা ছিল অনেক কম, ৫৬। রবিবার সংখ্যাটা ছিল ৬০। শনিবার ৫৬। শুক্রবার ৫৯। এই নিয়ে বাংলায় করোনায় মৃত্যু হল ৪ হাজার ৮৯৯ জনের।
এখনও অবধি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৭৬৮। চিন্তা বাড়িয়ে কলকাতায় দৈনিক সংক্রমণ বেড়েছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯১ জন। সোমবার সংখ্যাটা ছিল ৬১৮। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ১৫ জনের। সোমবার সংখ্যাটা ছিল ১৫-ই ছিল। তবে উত্তর ২৪ পরগনায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমেছে।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৬৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সংখ্যাটা ছিল ৬৫৮। তবে উত্তর ২৪ পরগনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে।
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সংখ্যাটা ছিল ৮।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬১ জন। এই নিয়ে মোট সুস্থ হলেন ২ লক্ষ ২২ হাজার ৮০৫ জন। রাজ্যে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৬৪।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement