WB Corona Cases : হাজারের নিচে থাকলেও রাজ্যে সামান্য বাড়ল করোনা সংক্রমণ, ১ দিনে মৃত্যু ১৭ জনের
রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৩ জনে।
কলকাতা : সংখ্যাটা একেবারেই নগণ্য হলেও আজও ফের রাজ্যে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৯৫ জন। এই সময়পর্বে রাজ্যে মারণ ভাইরাসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। যদিও গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৪৯০ জন। যার ফলে আরও ৫১২ জন কমে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৩ জনে।
গত সোমবার রাজ্যে প্রায় ৩ মাসের পর প্রথমবার হাজারের নিচে নেমে গিয়েছিল দৈনিক করোনা সংক্রমণ। ৫ জুলাইয়ের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৮৮৫ জন। যদিও তারপর গত তিনদিন একটু করে বেড়েছে করোনার সংক্রমণ। মঙ্গলবার রাজ্যে দৈনিক আক্রান্ত বেড়ে হয়েছিল ৯৬২ জন। আর গতকাল যা আরও কিছুটা বেড়ে হয় ৯৮২। যে সংখ্যাটা আরও কিছুটা বাড়ল এদিন।
জেলায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে ১ দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৯৮ জন। এরপরেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৯৩ জন। এরপরেই দার্জিলিং এবং কলকাতা। এই দুই জায়গায় যথাক্রমে আক্রান্তের সংখ্যা ৮৮ এবং ৮৭।
রাজ্যের পাশাপাশি দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও, ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৯২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ২৯১।