WB Corona Cases: রাজ্যে ১৮ হাজার ছাড়াল দৈনিক সুস্থতা, কমছে মৃত্যুও
বেশ কিছুদিন পরে রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা নেমেছে ১ লক্ষের নীচে।
কলকাতা : আংশিক লকডাউন ও তারপর আরও কড়া বিধিনিষেধের সুফল মিলতে শুরু করল রাজ্যের করোনাচিত্রে। তবে তার গতি এতটাই অল্প, যে এখনই শঙ্কার আবহ পুরোপুরি দূরে সরানো যাচ্ছে না। সঙ্গে পজিটিভিটি রেটের চোখরাঙানি রয়েছে বহাল।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত ১১ হাজার ২৮৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ১১ হাজারের ঘরেই। রাজ্যে একসময় যা পৌঁছে গিয়েছিল প্রায় দৈনিক ২১ হাজারে। পাশাপাশি এই সময়পর্বে হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৬৪২ জন। এই প্রথম রাজ্যে সুস্থতা ছাড়াল ১৮ হাজার।
একধাক্কায় ৭ হাজার ৫০০ জন কমে আপাতত রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৮৯৮ জন। দীর্ঘ বেশ কিছুদিন পরে যে সংখ্যা নামল ১ লক্ষের নীচে। পাশাপাশি হাসপাতাল থেকে ডিসচার্জ রেট এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৯১.৩৯ শতাংশে।
গত বেশ কয়েকদিন ধরেই মৃত্যু ছিল দেড়শোর কাছাকাছি। একসময় যা ছাপিয়েও গিয়েছিল। কিন্তু রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এই সময়পর্বে ১৪২ জন রাজ্যবাসীকে হারিয়েছি আমরা।
গত কয়েকদিনের থেকে কিছুটা বেড়ে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৩১৫টি। যার মধ্যে ১১ হাজার ২৮৪ জনই পজিটিভ। যার সুবাদে পজিটিভিটি রেট এই মুহূর্তে ১১.০৪ শতাংশ। যা নিয়ে অবশ্য চিন্তা বজায় থাকছে সবমহলেই।
পজিটিভি রেটের মতোই চিন্তার রেশ রয়েছে উত্তর ২৪ পরগণা ও কলকাতা এই দুই জেলার মৃত্যুহার নিয়েও। গত একদিনে শুধু উত্তর ২৪ পরগণাতেই কোভিডের বলি হয়েছেন ৪৯ জন। যা রাজ্যে সর্বোচ্চ। মৃতের সংখ্যার বিচারে তার পরেই রয়েছে কলকাতা। গত একদিনে সংখ্যাটা ৩৩।
উত্তর ২৪ পরগণা ও কলকাতা এই দুই জেলাতে সংক্রমণ অবশ্য আগের তুলনায় নিম্নগামী। গত একদিনে উত্তর ২৪ পরগণায় ২ হাজার ৪৮২ জন ও কলকাতায় ১ হাজার ৮৩০ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।
হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা ও নদিয়াতেই দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )