WB Corona Cases: রাজ্যে ১ দিন করোনা সংক্রমিত ১,২৯৭; মৃত্যু ২০ জনের
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন।
কলকাতা: রাজ্যে নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১,২৯৭ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,০৫,৩৯৪ জনে। ৪ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৮,৭৮০ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৭৯৯ জন।
পাশাপাশি গত ১ দিনে সুস্থ হয়ে উঠেছেন, ১,৭৭৭। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৪,৬৮,৮১৫। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ।
তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় কোমর বাঁধছে রাজ্য। কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পাশাপাশি মডার্না ভ্যাকসিনেশনও শুরু হতে চলেছে রাজ্যে। ভ্যাকসিনেশনে জোর দিতে তৎপর রাজ্য। মার্কিন সংস্থা মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন হাতে এলে যাতে তা ঠিকমতো সংরক্ষণ করা যায়, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে শহরের একাধিক বেসরকারি হাসপাতাল। ফাইজারের ভ্যাকসিন এখনও ছাড়পত্র না পেলেও তা সংরক্ষণের জন্য কেনা হচ্ছে বিশেষ ফ্রিজার। ইতিমধ্যে মডার্নার ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
অন্য়দিকে তৃতীয় ঢেউ-এর আশঙ্কা রয়েছেই। দেশে গত ২৪ ঘণ্টায় ফের বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু। যদিও কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭১। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ২ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৩৩। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫২ হাজার ২৯৯। পাশাপাশি বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ লক্ষ ৬৯ হাজার ৩৫৩ জনের। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৩৩ লক্ষ ৯৩ হাজার ৮২৪।