WB Corona Cases: দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও রাজ্যে বাড়ল মৃতের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৭ জনের।
কলকাতা: গতকাল রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ১৯,৪২৮ জন। আজ অর্থাৎ বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ১৯,০০৬ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। গতকাল মৃতের সংখ্যাটা তুলনামূলক কম ছিল।
রাজ্যে করোনা পরিস্থিতি ভাল নয়। জারি ১৫ দিনের লকডাউন। তবে স্বস্তি দিয়ে গতকালের তুলনায় আজ সংক্রমণের সংখ্যাটা কমেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৯০,৮৬৭ জন। বুধবারের হিসাব অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন ১,৩১,৪৯১ জন।
এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন, ১৯,১৫১ জন। সবমিলিয়ে এপর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, ১০,৪৫,৬৪৩ জন। তবে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,৭৩৩ জন।
রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪,১৭৭ জন। মৃত্যু ৪৮ জনের। এরপরেই রয়েছে কলকাতা। শহরে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩, ৬১৮ জন। ওই সময়ে মৃত্যু হয়েছে ৩১ জনের।
গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতকাল রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৪২৮ জন।
এই সময় ব্যবধানে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। রাজ্যে সংক্রমণের বিচারে গতকালেও সব জেলার ওপরে ছিল উত্তর চব্বিশ পরগণা। আর মৃত্যুতে শীর্ষে ছিল কলকাতা।
গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণায় নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ৪ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের।
এদিকে, কলকাতায় এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৩৮ জনের। নতুন করে সংক্রমিত ৩ হাজার ৭৮৫। সংক্রমণ ও মৃত্যুর নাগপাশে থাকা হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও নদিয়া নিয়েও চিন্তা বাড়ছে প্রশাসনের।
উল্লেখ্য, রাজ্যের লাগামছাড়া সংক্রমণ কিছুটা বাগে আনতে ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে রাজ্যসরকার। গতিবিধিতে রয়েছে একাধিক বিধি নিষেধ। দোকান-বাজার, গণপরিবহণের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে আগামী ১৫ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন।