WB Corona Cases: ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত ১৯,০৯১, ফের বাড়লো মৃতের সংখ্যা
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। গতকাল সংখ্যাটি ছিল ১৫৭।
কলকাতা: গতকালের তুলনায় বৃহস্পতিবার সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,০৯১ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। গতকাল সংখ্যাটি ছিল ১৫৭। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৩,৮৯৫। আজকের বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১২,০৯,৯৫৮ জন। পাশাপাশি সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন, ১১, ৯০,৮৬৭ জন।
বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১৮,৯১০জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১০,৬৪,৫৫৩ জন। আজকের হিসেবে রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ।
বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যাটা ছিল ১৯,০০৬ জন। ওই সময়ে রাজ্যে মৃত্যু হয়েছিল ১৫৭ জনের। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ। ওই ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছিলেন, ১৯,১৫১ জন। তবে শেষ কয়েকদিনের পরিসংখ্যান বলছে রাজ্যে সংক্রমণের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।
গত এক সপ্তাহে দিল্লি, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাত এবং গোয়ায় দৈনিক সংক্রমণ ৫০ শতাংশ কমেছে। এদের মধ্যে আবার সংক্রমণের মাত্রা সবচেয়ে কম দিল্লি এবং উত্তরপ্রদেশে। দিল্লিতে গত ১ সপ্তাহে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ ৭১.৫ শতাংশ নেমে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মে মাসের মাঝামাঝি সময়ে দেশ করোনার দ্বিতীয় ঢেউ-এর সর্বোচ্চ পিক পেরিয়ে এসেছে।
অন্যদিকে দেশে দৈনিক মৃত্যু কমলেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৮৭৪ জনের। এথনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ১২২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪০০। অ্যাক্টিভ কেসের সংখ্যা গতকালের তুলনায় কমে হয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮।