WB Corona Cases: শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা
WB Corona Cases: রাজ্যে বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত ৫৩৭ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।
কলকাতা: রাজ্যে বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত ৫৩৭ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সোমবার করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫২৪ জন, মৃত্যু হয় ১২ জনের।
মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭৪১ জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৫৯২ জন। এ যাবৎ মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৩৬ হাজার ২৯১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ এবং আক্রান্তের হার ১.২০ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের।
দেশে কমল করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত সংখ্যা ২৬,১১৫। এর আগে টানা পাঁচদিন দেশে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপরেই ছিল। মঙ্গলবারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কম।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫২। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ২৯৫। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৪,৪৬৯। এর ফলে দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৮,৬০৬ কমল।
দেশে করোনা অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৪৫ হাজার ৩৮৫। এখনও পর্যন্ত সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষের কম। বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৫৭৫। এই আক্রান্তরা বর্তমানে চিকিৎসাধীন।
দেশের মধ্যে কেরলে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। গত একদিনে দক্ষিণ ভারতের এই রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১৫,৬৯২। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ২৪ হাজার ১৮৫। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩,৬৮৩ জনের। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪৩ লক্ষ ৩২ হাজার ৮৯৭। জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ৬৪ জন স্বাস্থ্যকর্মী।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৮১ কোটি ৮৫ লক্ষ ১৩ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত একদিনে টিকাকরণ হয়েছে ৯৬.৪৬ লক্ষ জনের।
আরও পড়ুন: Howrah: খালপাড়ের প্রায় ৩০০ ফুট রাস্তায় আচমকা ধস, সমস্যায় উলুবেড়িয়ার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা