WB Corona Cases: রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, ১ দিনে নতুন করে সংক্রমিত ৬৭৫ জন
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন
কলকাতা: গতকালের তুলনায় খানিকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। রবিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,০৫,০৮৯ জন। সরকারি হিসেবে ৮ অগাস্ট তারিখে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ ৪৮৫। গতকালের তুলনায় যা ১০০ শতাংশ কম।
উল্লেখ্য, রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৭৬৩ জন। এ নিয়ে করোনা আবহ শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫,০৫,০৮৯ জন। সরকারি হিসেবে রাজ্যে সুস্থতার হার ৯৮. ১৩ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা। দার্জিলিংয়ে একদিনে আক্রান্ত ৬৯ জন, কলকাতায় ৬৮ জন।
বিশেষজ্ঞদের আশঙ্কা পুজোর পরই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। আর তা আটকাতে ভ্যাকসিনেই জোর দেওয়ার পরামর্শ তাঁদের। সম্প্রতি শহরে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রে গত ৬ ও ৭ অগাস্ট কোভিশিল্ডের ভ্যাকসিনেশন বন্ধ ছিল। কোভিশিল্ডের ডোজের অভাবেই তৈরি হয় এই পরিস্থিতি। কোভিশিল্ডের ভ্যাকসিনেশেন বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয় কসবার হালতু থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, পুরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। শুধুমাত্র কোভ্যাকসিনের ডোজ দেওয়া হয় ওই দু’দিন।
তবে আপাতত কলকাতায় কোভিশিল্ড ভ্যাকসিনের সঙ্কট কাটল। শহরে এসেছে সাড়ে তিন লক্ষ ডোজের বেশি কোভিশিল্ড। কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান জানিয়েছেন, আগামিকাল থেকেই কোভিশিল্ডের ডোজ দেওয়া শুরু হবে।
এ দিকে ভারতে করোনায় দৈনিক মৃত্যু ফের পাঁচশোর নীচে নামলেও বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৮২২। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪২ লক্ষ ৮৫ হাজার ৩৬০ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ২১ লক্ষ ৮০ হাজার ১৯১।