WB Corona Cases: রাজ্যে একলাফে অনেকটাই কমল করোনা সংক্রমিতের সংখ্যা, ১ দিনে নতুন করে আক্রান্ত ৭২৫
বুলেটিন অনুযায়ী গতকালের তুলনায় আজ দৈনিক স্যাম্পেল টেস্টের সংখ্যাও কম।সোমবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী এদিন করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৫,৯৩,৬৩৩ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনায় মৃত্যু ৮ জনের।
কলকাতা: আশার আলো জাগাচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন। গতকাল রাজ্য দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯০০-এর কোটায়। আজ রাজ্যে দৈনিক সংক্রমণ ৭০০-এর কোটায়। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ১ দিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭২৫ জন।
যদিও বুলেটিন অনুযায়ী গতকালের তুলনায় আজ দৈনিক স্যাম্পেল টেস্টের সংখ্যাও কম। উল্লেখ্য, সোমবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী এদিন করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৫,৯৩,৬৩৩ জন। পাশাপাশি এই সময় পর্বে রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯,১৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮৬৭ জন। রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
West Bengal reports 725 new #COVID19 cases, 867 discharges and 8 deaths in the last 24 hours.
— ANI (@ANI) November 1, 2021
Active cases 8,146 pic.twitter.com/z9NKem2ZeA
অন্যদিকে দেশে করোনায় ৪০ শতাংশের বেশি কমল দৈনিক মৃত্যু। কমল দৈনিক সংক্রমণও। সক্রিয় রোগীর সংখ্যা গত ৮ মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। ৪৪৬ একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫১৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ৪৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৮৫ হাজার ৮১৪।
অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ৮১৭। যা গত ৮ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৫৬০ জন। একদিনে ১২ হাজার ৭১৮ জন সুস্থ হয়েছেন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৯ লক্ষ ৯৯ হাজার ৪৪২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৬৬ লক্ষ ৯০ হাজার ৭৫৬।
উল্লেখ্য, করোনা আবহে খড়্গপুর সাবডিভিশনাল হাসপাতালে যান দিলীপ ঘোষ। সেখানে তাঁকে ফুল মিষ্টি দিয়ে স্বাগত জানানো হয়। চিকিৎসক, নার্স ফ্রন্ট ফাইটারদের তিনি কুর্ণিশ জানিয়েছেন।
...