WB Corona Cases: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৭৯৩ জন, বাড়ল মৃত্যুর সংখ্যা
এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল সংখ্যাটা ছিল মাত্র ৬।
কলকাতা: গতকাল ৮০০-র কোটায় থাকলেও আজ ৭০০-র কোটায় নামল রাজ্যের দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৯৩ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫,২১, ২৬১ জন। ২২ জুলাই-এর হিসেবে আজ রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১২,২০৫।
এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল সংখ্যাটা ছিল মাত্র ৬। সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮,০৪০। সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৬ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪, ৯১,০১১৬।
উল্লেখ্য, মাত্র ১ সপ্তাহ আগেই এখানে গিজগিজ করছিল কালো মাথা। সমুদ্রে উদ্দাম, বেপরোয়া বিচরণ। করোনা বিধি উপেক্ষা করাই ছিল যেন দস্তুর। তবে তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় পর্যটন ক্ষেত্রগুলো কড়াকড়ি করতেই ফের পর্যটকশূন্য দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর। এই পরিস্থিতিতে হোটেল বন্ধ রাখার সিদ্ধান্তের ভাবনাচিন্তা করছেন মালিকরা। জানা গিয়েছে, ব্যবসায় মন্দা ও আর্থিক পরিস্থিতি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিতে চলেছেন তাঁরা। এ প্রসঙ্গে জেলাশাসকের দাবি, নিয়ম মানতে বলা হয়েছিল। হোটেল বন্ধ করতে নয়।
অন্যদিকে, দেশে করোনায় ফের কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সংক্রমণও কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের। মহারাষ্ট্র সরকার মৃত্যুর পরিসংখ্যান সংশোধন করায় বুধবার একদিনে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৯৯৮। দেশে এক দিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৮৩।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৯৮৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪১ লক্ষ ২৫ হাজার ৬১৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ১৮ লক্ষ ৯৯ হাজার ৭৬।