WB Corona Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৯১৮, মৃত্যু ১৪ জনের
বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের ( Department Of health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৮ জন। সব মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৯৬,৩৩২ জন।
কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2021) পর কালীপুজো (Kalipuja 2021 )। তবু করোনা (Covid-19) সংক্রমণের উদ্বেগ কাটছে না। আজও রাজ্যে করোনা আক্রান্তের (Corona Effected) সংখ্যা ৯০০-এর কোটায়। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (Department Of health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৮ জন। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯১৯ জন। সব মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৯৬,৩৩২ জন।
এই সময়পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ১৪ জনের। সবমিলিয়ে রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯,১৮৮ জন। উল্লেখ্য, সরকারি হিসেবে কালীপুজোর দিন রাজ্যে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৮, ১৯৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬৩ জন। বুলেটিন অনুযায়ী এ দিন সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫,৬৮,৯৫১ জন।
অন্যদিকে, দেশে করোনায় (India Corona Update) একলাফে প্রায় ৫০ শতাংশ বাড়ল দৈনিক মৃত্যু (Covid Graph)। অন্যদিকে, দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় ৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৬১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৮৫।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৬৫২ জনের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ২৫ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৫৭৯। যা গত ৮ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ৭৯৪ জন। একদিনে ১৫ হাজার ৫৪ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে বিশ্বে (World Corona Update) এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫০ লক্ষ ২১ হাজার ৮৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৮০ লক্ষ ৩৮ হাজার ৬১৬।
আরও পড়ুন: Kali Puja: বাড়ির কালীপুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী, আরতি থেকে ভোগ রান্না, একা হাতে সামলাচ্ছেন মমতা