WB Corona Cases: দীপাবলির আগেই রাজ্যে ফের ৯০০-এর গণ্ডি পার করোনার, সংক্রমণে শীর্ষে কলকাতা
West bengal Corona updates: মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health)প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৯ জন।
কলকাতা: কালীপুজোর (Kali Puja) আগে ফের চিন্তা বাড়ল রাজ্যে। এক লাফে ফের ৯০০-এর কোঠায় দৈনিক সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health)প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৯ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা (Coronavirus) সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৯৫ হাজার ৪১৪ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮৬২ জন। সোমবারে আক্রান্তের সংখ্যা ছিল ৭২৫ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ১৪ জনের। গতকালের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। সোমবার করোনা কোপে মৃত্যু হয়েছিল ৮ জনের। পাশাপাশি রাজ্যে সরকারের হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৮৭৯ জন। এ নিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সেরে সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৬৮ হাজার ৮৮ জন।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তে ফের শীর্ষে কলকাতা। এদিন মহানগরে কোভিড ভাইরাসে (Covid-19) আক্রান্ত হয়েছে ২৪৫ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা একদিনে আক্রান্তের সংখ্যা ১৪৭ জন। যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুন, দীপাবলিতে বড় উপহার, এক লাফে দাম কমছে পেট্রোল-ডিজেলের
এদিকে, দেশে করোনায় প্রায় ৩০ শতাংশ কমল দৈনিক মৃত্যু। অন্যদিকে, প্রায় ১৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯০৩।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ১৯১ জনের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৮ হাজার ১৪০ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ২০৯। যা গত ৮ মাসে সর্বনিম্ন।