WB Corona Cases: রাজ্যে নিম্নমুখী করোনা সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার; ১ দিন মৃত্যু ১৭ জনের
সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্য়া বেড়ে হল ১৭,৮৩৪ জন।
কলকাতা: মঙ্গলবারও রাজ্যে করোনা সংক্রমণ ৯০০-র নিচেই। এ দিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৯৬২ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,০৭,২৪১ জনে। ৬ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ কেস ১৭,২৭৫ জন।
এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্য়া বেড়ে হল ১৭,৮৩৪ জন। পাশাপাশি স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৬৭ শতাংশ। গত ১ দিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১,৬২০ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৪,৭২,১৩২ জন।
জেলায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেখানে করোনার দৈনিক সংক্রমণ ১৩৪ জন এবং শুরু থেকে সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৪৬৯ জনের। তালিকায় এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দার্জিলিং। দু- জায়গাতেই ১ দিনে করোনা সংক্রমিত ৯২ জন। মৃত্যু যথাক্রমে ৬ এবং ২ জনের। কলকাতায় একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৫৯ জন। মৃত্যু হয়েছে ৩ জনের।
অন্যদিকে, ১১১ দিন পর করোনায় দেশে সর্বনিম্ন সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৭০৩।
দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ২৯৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫১ হাজার ৮৬৪। বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ লক্ষ ৮২ হাজার ৫০০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪০ লক্ষ ৯৩ হাজার ৯২৬।