WB Corona Cases: রাজ্যে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৯৯০ জন
এই সময় পর্বে মৃত্যু হয়েছে ১৯ জনের
কলকাতা: দিন কয়েক ধরে রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী থাকলেও ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,১০,২০৮ জন।
এই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। বৃহস্পতিবার যেই সংখ্যাটা ছিল ১৭। আজ যা সামান্য হলেও বেড়েছে। সবমিলিয়ে এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭,৮৮৬ জনে।
তবে আক্রান্তের সংখ্যার তুলনায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা খানিকটা বেশি। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১,৪২৪ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনামুক্ত রোগীর সংখ্যা হল ১৪,৭৬,৬৩২ জন।
জেলায় সংক্রমণের নিরিখে এখনও শীর্ষেই রয়েছে দার্জিলিং। এখানে ১ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ওই সময় পর্বে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ জন। কলকাতায় ১ দিনে সংক্রমিত ৭৩ জন। এই তিন জায়গায় মৃত্যু হয়েছে যথাক্রমে ২, ৪, ২ জনের।
অন্যদিকে দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমলেও, ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৩৯৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৮৮ হাজার ২৮৪ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ৪৫৯।
পাশাপাশি বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪০ লক্ষ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ লক্ষ ৮ হাজার ৯৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৫৪ লক্ষ ৮৪ হাজার ৩০২।