WB Corona Cases: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ; ১ দিনে আক্রান্ত ৯৯৭, মৃত্যু ১৭ জনের
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। এই সময় পর্বে মৃত্যু হয়েছে ১৭ জনের।
কলকাতা: গতকালের তুলনায় সামান্য হলেও বাড়ল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। এই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। পাশাপাশি বুলেটিনের হিসেব বলছে এই ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,৩৩৬ জন।
দিন কয়েক ধরে রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী থাকলেও ফের বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৯০ জন। আজ সংখ্যাটা খানিকটা বেড়ছে। গতকালের হিসেব অনুযায়ী ১ দিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১৯ জন। উল্লেখ্য বৃহস্পতিবারও এই সংখ্যাটা ছিল ১৭। তবে আক্রান্তের সংখ্যার তুলনায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা খানিকটা বেশি। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে ওই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছিলেন ১,৪২৪ জন। যদিও আজ সংখ্যাটা কিছুটা কমেছে।
উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরে বাড়ছে করোনা সংক্রমণ। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। মৃত্যু এই পরিস্থিতিতে জেলায় ৫৫টি কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। সংক্রমণ রুখতে চলছে কড়া নজরদারি। কনটেনমেন্ট জোনের আওতায় রয়েছে খড়গপুর পুরসভার ৫টি ওয়ার্ড। গতকাল রাতে নাকা চেকিং করে পুলিশ। রাত ৯টার পর দোকান খোলা রাখায় বন্ধ করে দেওয়া হয়। সতর্ক করা হয় ব্যবসায়ীদের। ইন্দা বাস স্ট্যান্ড, খরিদা, মালঞ্চ এলাকাতেও চলে পুলিশি নজরদারি। কোভিড বিধি ভাঙায় গ্রেফতার করা ৯ জনকে।
অন্যদিকে উদ্বেগ বাড়িয়ে দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের পেরোল হাজারের গণ্ডি। সামান্য কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৭৬৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৫ হাজার ২৫৪।