WB Election 2021: বিধানসভা ভোটের আগে প্রচারে ঝড় তুলতে রাজ্যজুড়ে রথযাত্রার সিদ্ধান্ত বিজেপির
West Bengal Election 2021: হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে বাংলায় রথযাত্রায় ফিরছে বিজেপি ৷ রাজ্যের পাঁচ জায়গা থেকে বিজেপির পাঁচটি রথ ছুঁয়ে যাবে ২৯৪টি বিধানসভা কেন্দ্র ৷ রথে থাকবেন অমিত শাহ, জে পি নাড্ডার মতো বিজেপির শীর্ষ নেতারা ৷
সুমন ঘড়াই,কলকাতা: বিধানসভা ভোটের আগে প্রচারে ঝড় তুলতে রাজ্যজুড়ে রথযাত্রার সিদ্ধান্ত বিজেপির। শনিবার নবদ্বীপে জে পি নাড্ডার হাত দিয়ে হবে রথযাত্রার সূচনা। আগামী সোমবার কোচবিহারে রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। রাজ্যজুড়ে পাঁচটি রথযাত্রা অনুমতি চেয়ে মুখ্যসচিবকে চিঠি দিল বিজেপি। রথযাত্রা ঘিরে অশান্তির আশঙ্কা করছে তৃণমূল। হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে বাংলায় রথযাত্রায় ফিরছে বিজেপি ৷ রাজ্যের পাঁচ জায়গা থেকে বিজেপির পাঁচটি রথ ছুঁয়ে যাবে ২৯৪টি বিধানসভা কেন্দ্র ৷ রথে থাকবেন অমিত শাহ, জে পি নাড্ডার মতো বিজেপির শীর্ষ নেতারা ৷
রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘আমাদের রথযাত্রা হবে রাজ্যের সব জায়গায় যাবে, প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে ৷ জনসংযোগের জন্য এধরনের কর্মসূচি স্বাধীনতার পর থেকে হয়ে আসছে, আমরা রাজ্যের সহযোগিতা চাইছি ৷’’ এ ব্যাপারে আলোচনার জন্য মুখ্যসচিবের সময় চেয়েছে গেরুয়া শিবির। মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে জানানো হয়, আগামী শনিবার প্রথম রথযাত্রা হবে নবদ্বীপ থেকে ৷ বিজেপি সূত্রে খবর, রথযাত্রার উদ্বোধন করবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ ৮ ফেব্রুয়ারি কোচবিহারে রথযাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওই দিন বিকেলে কাকদ্বীপে অমিত শাহের হাত ধরে হবে রথযাত্রার সূচনা ৷ এর পরের দিন জে পি নাড্ডার উপস্থিতিতে তারাপীঠ ও ঝাড়গ্রাম থেকে শুরু হবে আরও দুটি রথ ৷ ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ২৫ দিন ধরে হবে রথযাত্রা ৷ কলকাতা, ব্যারাকপুর, মালদা, বেলুড় ও পুরুলিয়ায় যাত্রা শেষ হবে ৷
দিল্লিতে বিস্ফোরণের জেরে গত সপ্তাহে বঙ্গ সফর বাতিল হয় অমিত শাহের। ভেস্তে যায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়াদের সভা। বিজেপি সূত্রে খবর, রথযাত্রার উদ্বোধনের ফাঁকে অমিত শাহকে ঠাকুরনগরে নিয়ে যাওয়া কি না তা নিয়ে চলছে আলোচনা ৷ যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগরে আসেন, সেক্ষেত্রে বিজেপি সর্বভারতীয় সভাপতির রথযাত্রা পিছিয়ে যাবে ৷ রথযাত্রার মধ্যেই ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী ৷ হলদিয়ায় রাজনৈতিক সভা করার কথা আছে নরেন্দ্র মোদির ৷ ২০১৯-এর লোকসভা ভোটের আগে বিজেপি রথযাত্রার আয়োজন করতে চাইলেও অনুমতি দেয়নি তৃণমূল সরকার। সুপ্রিম কোর্টেরও অনুমতি পায়নি বিজেপি। একুশের ভোটের মুখে বিজেপি রথযাত্রা ঘিরে রাজ্যে অশান্তির আশঙ্কা করছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‘রথযাত্রার অনুমতি দেবে কিনা তা প্রশাসনের ব্যাপার, অতীতের যা অভিজ্ঞতা তা খুবই খারাপ, এধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, সম্প্রীতি নষ্ট হয়, কিছু ইস্যু নেই বিজেপির তাই এসব করছে ৷’’
রামমন্দির গড়ার ডাক দিয়ে ১৯৯০-এর সেপ্টেম্বরে গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত রথযাত্রা করেন লালকৃষ্ণ আডবাণী ৷ ভোটে এর রাজনৈতিক সুফল পায় বিজেপি ৷ ১৯৯১-এর লোকসভা নির্বাচনে ১২০ আসনে পৌঁছে যায় বিজেপি ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নবান্ন দখলের লক্ষ্যে সেই রথযাত্রার কৌশলই নিল বিজেপি। তবে রাজ্য সরকার রথযাত্রার অনুমতি দেয় কি না তা নিয়ে বাড়ছে জল্পনা।