WB Election 2021: হরিণঘাটায় গুলিবিদ্ধ বিজেপির বুথ সভাপতি !
আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, রবিবার ব্রিগেড থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। আর ঠিক তার আগে রাতেই নদিয়ার হরিণঘাটার সন্তোষপুরে গুলিবিদ্ধ হলেন বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাস। তাঁর কোমরের নীচে গুলি লেগেছে।
সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার হরিণঘাটায় গুলিবিদ্ধ বিজেপির বুথ সভাপতি। হাসপাতালে ভর্তি ওই নেতা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও, মানতে নারাজ রাজ্যের শাসক দল। গুলি চালানোর কথা স্বীকার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, রবিবার ব্রিগেড থেকে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি। আর ঠিক তার আগে রাতেই নদিয়ার হরিণঘাটার সন্তোষপুরে গুলিবিদ্ধ হলেন বিজেপির বুথ সভাপতি সঞ্জয় দাস। তাঁর কোমরের নীচে গুলি লেগেছে। স্থানীয় সূত্রে খবর, রাতে একাই হেঁটে বাড়ি ফিরছিলেন বিজেপি নেতা। সেইসময় কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, তখনই এক যুবক আচমকাই বিজেপির বুথ সভাপতিকে গুলি করে। এরপরই কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত বিজেপি নেতাকে।
বিজেপির অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক রূপম বন্দ্যোপাধ্যায় জানান, মোদির ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই এই হামলা, হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷
যদিও গেরুয়া শিবিরের তোলা এই অভিযোগ খারিজ করে দিয়েছে রাজ্যের শাসক দল। হরিণঘাটার তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি দেবাশিস বসু জানান, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ৷
পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতাকে গুলি করা হলেও, এই ঘটনায় রাজনীতির যোগ নেই। পঞ্চম দফায় ১৭ এপ্রিল, হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগেই বিজেপি নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়, উত্তপ্ত সন্তোষপুর এলাকা।