WB Election 2021 ‘সবার হাতে পদ্মফুল’, মেহেন্দি পরিয়ে গেরুয়া শিবিরের অভিনব জনসংযোগ
দুই হাতে মেহেন্দি দিয়ে এঁকে দেওয়া হচ্ছে পদ্মফুল। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে পাঁচ জন মহিলাকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। যারা কাটোয়া শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে মেহেন্দি পরার প্রস্তাব দেবে। বিনা পয়সায় দুই হাতে পরিয়ে দেয়া হবে মেহেন্দি, তবে নিজের পছন্দের মেহেন্দি নয়, দুই হাতে আঁকতে হবে পদ্মফুলই।
রাণা দাস, পূর্ব বর্ধমান: মেহেন্দি পরতে ভালোবাসেন না, এমন মহিলার খোঁজ পাওয়া একটু মুশকিল। তার উপর কেউ যদি বাড়িতে এসে বিনা পয়সায় মেহেন্দি পরিয়ে দেয় তাহলে তো কথাই নেই। আর ভোটের মুখে জনসংযোগের জন্য মেহেন্দি পরানোকেই হাতিয়ার করল গেরুয়া শিবির। "সবার হাতে পদ্ম ফুল" কর্মসূচির নামে কাটোয়া শহরের প্রতিটি বাড়িতে গিয়ে এবার মেহেন্দি পরার প্রস্তাব দিচ্ছেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। সেখানে সাড়া যেমন মিলছে, আবার রাজনৈতিক কারণে অনেকের কাছে প্রত্যাখানের মুকেও পড়তে হচ্ছে তাদের।
দুই হাতে মেহেন্দি দিয়ে এঁকে দেওয়া হচ্ছে পদ্মফুল। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে পাঁচ জন মহিলাকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। যারা কাটোয়া শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে মেহেন্দি পরার প্রস্তাব দেবে। বিনা পয়সায় দুই হাতে পরিয়ে দেয়া হবে মেহেন্দি, তবে নিজের পছন্দের মেহেন্দি নয়, দুই হাতে আঁকতে হবে পদ্মফুলই। শুক্রবার থেকে শুরু হয়েছে যে কর্মসূচি।
বিজেপি মহিলা মোর্চার এই দলটি কাটোয়া গৌরাঙ্গ পাড়ার বেশ কয়েকটি বাড়িতে ঘুরে মেহেন্দি পরার প্রস্তাব দেয়। অনেকে রাজি হয়ে যায় মেহেন্দি পড়তে। দেখা যায় বিজেপির মহিলা কর্মীরা মেহেন্দি দিয়ে তাদের দুই হাতে একে দিচ্ছে পদ্মফুল। কয়েকজন মহিলা যেমন এই পদ্ম ফুল আঁকতে রাজি হচ্ছে তেমনি অনেক বাড়ির মহিলারা কিন্তু পদ্ম ফুল আঁকতে রাজি হচ্ছে না। ফিরিয়ে দিচ্ছে এই বিজেপি মহিলা কর্মীদের।
এক গৃহবধূ জানালেন যে কয়েক জন মহিলা এসে প্রথম যখন মেহেন্দি পরিয়ে দেওয়ার প্রস্তাব দিল তখন তিনি বেশ খুশি হয়েই রাজি হয়েছিলেন। কিন্তু যখন শুনলেন হাতে পদ্মফুল আঁকবেন তখন আর তিনি রাজি হননি। কারণ তার স্বামী যে তৃণমূল করেন। তার দু’হাতে পদ্মফুল দেখে স্বামী যদি রেগে যায় তাই ইচ্ছা থাকলেও মেহেন্দি পড়া হলো না। অন্যদিকে দু-একজন গৃহবধূকে দেখা গেল নিজে থেকে এগিয়ে এসে তাদের দু হাতে পদ্মফুল আঁকতে। তারা জানিয়েও দিলো তারা মোদি ভক্ত তাই দুই হাতে পদ্ম ফুল আঁকলে কোন অসুবিধা নেই। আর তদের স্বামীরাও কোন আপত্তি করবে না। আর এক গৃহবধূ তো রাগঢাক না করে বলেই দিলেন বিনা পয়সায় যখন মেহেন্দি পড়াচ্ছে তখন হাতে যে ফুলই এঁকে দিক, কোন অসুবিধা নেই।
কাটোয়ার বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সিমা ভট্টাচার্য বলেন শুধু প্রচার করলে মানুষের মনে দাগ কাটবে না তাই মনে দাগ কাটতে, তারা এই অভিনব পদ্ধতি নিয়েছে। তাদের গ্রুপের মধ্যে যে কজন মহিলা ভালো আঁকতে পারে তাদের দিয়ে একটি টিম তৈরি করা হয়েছে। এই মহিলারাই বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে মেহেন্দি পরার প্রস্তাব দেবে এবং যারা পড়বে তাদের হাতে পদ্মফুল এঁকে দেওয়া হবে। এতে যেমন বিজেপির প্রচারও হবে তেমনি মহিলাদের মনের মধ্যে একটা দাগও কাটবে। তবে এখন এটাই দেখার মেহেন্দি দিয়ে পদ্ম আঁকা হাতগুলো ইভিএম এর কোন ফুলে পরে।